দেশনিউজ

রিলায়েন্সে বিনিয়োগ করার কথা ঘোষণা করল সিলভার লেক

রিলায়েন্সে বিনিয়োগ করার কথা ঘোষণা করল সিলভার লেক

Advertisement
Advertisement

মুম্বই: রিলায়েন্সের জন্য আরও একটা সুখবর এল। সংস্থার রিটেল ব্যবসায়ে ৭৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে সিলভার লেক। জিওর শেয়ার আগেই কিনেছিল এই সংস্থা। আর এবার রিলায়েন্সের রিটেল ব্যবসাতেও লগ্নি করার কথা ভাবছে এই মার্কিন সংস্থা। জিওর সঙ্গে কিছুদিন আগেই এই মার্কিন সংস্থার চুক্তি স্বাক্ষর হয়েছিল। তারপর কয়েক দিন যেতে না যেতেই রিটেল ব্যবসাতেও নিজেরা লগ্নি করবে এমন কথা ভাবছে সিলভার লেক। এই কথা ঘোষণা হওয়ার পর স্বাভাবিকভাবেই খুশি রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি।

Advertisement
Advertisement

মুকেশ আম্বানি এ প্রসঙ্গে বলেন, ‘সিলভার লেকের সঙ্গে এই পার্টনারশিপ হওয়ায় আমি খুশি। আমি আশা করছি, এই পার্টনারশিপ দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভাল খবর নিয়ে আসতে চলেছে ৷ আমি মনে করি, দেশের রিটেল সেক্টরকে আরও সমৃদ্ধ করবে এই ডিল ৷

Advertisement

প্রসঙ্গত, সিলভার লেক পার্টনার্স এর আগে Twitter, Airbnb, Alibaba, Dell Technologies, ANT Financials, Twitter, Alphabet’s Waymo এবং Verily-র মতো বিশ্বের সেরা বেশ কিছু সংস্থায় বিনিয়োগ করেছে ৷ এ বছর ভারতে রিলায়েন্সের টেলিকম সংস্থা জিও-তে বিনিয়োগের পরেই এবার মুকেশ আম্বানির রিটেল ব্যবসাতেও বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করল এই মার্কিন সংস্থা ৷

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button