টলিউডবাংলা সিরিয়ালবিনোদন

Nanarupe Mahamaya: মহালয়ার ভোরে দুর্গা রূপে শুভশ্রী, কীভাবে মা দুর্গা সাজলেন অভিনেত্রী! রইলো ভিডিও

Advertisement
Advertisement

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই চারিদিকে পুজো পুজো গন্ধ রব। বৃষ্টি থামলেই, ঝকঝকে রোদ উঁকি দিয়ে আকাশে চকচক করছে সাদা মেঘের ভেলা। মা দুর্গা আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি। পুজোর আগেই মহালয়া। আর মহালয়া মানেই মা আসার আনন্দ। যতই দুষ্টু করোনা চোখ রাঙানি দিক মায়ের আগমনে কোনো বাধা দিতে পারেনা৷ মায়ের আগমনে চারিদিক আনন্দমুখর হয়ে ওঠে। বর্তমানে রেডিয়ো মহালয়া শোনার পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও মহাময় দেখার প্রবনতা আছে। আর বাংলা প্রতিটি টেলিভিশন চ্যানেলে এই দিন দুর্গতিনাশিনীর দেখানো হয়।

Advertisement
Advertisement

তাই স্বভাবতই ওইদিন, রেডিয়োতে মহালয়া শোনার পর প্রায় প্রত্যেকেই টেলিভিশনের পর্দায় চোখ রাখেন মহালয়া দেখার জন্য। আর সকলের উৎসাহ থাকে কোন চ্যানেলে কে মা দুর্গা সাজছেন। প্রতিটি চ্যানেল তাদের বেস্ট দিয়ে প্রিয় নায়িকাকে দিয়ে মহালয়া উপস্থাপন করে থাকেন। জি বাংলায় মহিষাসুরমর্দিনীতে মা দুর্গা হচ্ছেন শুভশ্রী তা আগেই জানা গিয়েছিল। এবারে মা দুর্গার লুক সামনে এল।
তিনি আদ্যাশক্তি, আবার তিনিই সনাতনী সাজে মহিষাসুরমর্দিনী। প্রকাশ পেল দুর্গারুপে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি। সেখানে কখনও তিনি মমতাময়ী আবার কখনও রুদ্ররুপী।

Advertisement

এবার মহালয়ার বিহাইন্ড দ্য সিনের একটি ভিডও শেয়ার করা হয়েছে জি বাংলার সোশ্যাল মিডিয়ার পেজ। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কপালে তাঁর ত্রিনয়না আঁকা। নাকে নথ, পায়ে আলতা, গা ভর্তি সোনার গয়না, কপালে মুকুট, পরনে টুকটুকে লাল বেনারসী শাড়ি। এই ভিডিয়োতে কখনও অভিনেত্রী মেকআপ টাচ আপ করতে ব্যস্ত। আবার কখনও তিনি স্ক্রিপ্টে চোখ বুলিয়ে নিচ্ছেন। জি বাংলার ফেসবুক পেজে । সেখানেই শ্যুটিংয়ের নানান মেজাজে ধরা দিয়েছেন নায়িকা। অনুরাগীরাও বেশ পছন্দ করেছে।

Advertisement
Advertisement

মহালয়ার দিন জি বাংলার ‘নানা রুপে মহামায়া’ তে মা দুর্গা হয়ে শুভশ্রী অভিনয় করলেও এক অনুষ্ঠানে
দুর্গা মায়ের এই নানান রূপে দেখা পাওয়া যাবে। দেবীর নানা রূপ, যাতে দেখা মিলবে জি বাংলার টেলি অভিনেত্রীদের। জি বাংলায় ‘নানারূপে মহামায়া’ ৬ অক্টোবর ভোর ৫ টায় দেখা যাবে। এই দিন নারী শক্তির উদযাপন হতে চলেছে।

Advertisement

Related Articles

Back to top button