ক্রিকেটখেলা

করোনার মধ্যেও চলছে আইপিএল! অমিত পুত্রকে একহাত নিলেন শুভশ্রী

সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট করে একেবারে আলোড়ন ফেলে দিয়েছেন রাজ ঘরনী শুভশ্রী

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়াতে আগুন ধরাতে শুভশ্রী গাঙ্গুলী একেবারে সিদ্ধহস্ত। তার পাশাপাশি রাজনীতির ক্ষেত্রেও শুভশ্রী একদম পাকা খেলোয়াড়। স্বামী রাজ চক্রবর্তী ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী, তার ভালো ফলে পিছনে অনেকটা দায়ী কিন্তু শুভশ্রীর জোরদার প্রচার। তবে বর্তমানে নায়িকা করোনা আক্রান্ত। অনিচ্ছা সত্ত্বেও পুত্র ইউভান এবং স্বামীর রাজের থেকে অনেকটা দূরে থাকতে হচ্ছে তাকে। ইনস্টাগ্রামে বিস্ফোরক পোস্ট দিতে কিন্তু তিনি একদম ভোলেন না।

Advertisement
Advertisement

এবারে রাজ ঘরনী শুভশ্রী করোনার প্রকোপে আইপিএল চলার বাস্তবতা নিয়ে সরাসরি কটাক্ষ্য করলেন অমিত শাহ এর পুত্র জয় শাহের বিরুদ্ধে। বিসিসিআই সেক্রেটারি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হবার কারণে তিনি নাকি অতিমারি পরিস্থিতিতেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালিয়ে যাচ্ছেন। এরকম পোস্ট সোশ্যাল মিডিয়াতে আকছার দেখা যাচ্ছে। খেলোয়াড়রা যে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন না সেরকম কিন্তু নয়, সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস দলের দুইজন করে চারজন সদস্য করোনা আক্রান্ত হয়ে আছেন। রাজস্থান রয়েলস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরেও করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে গিয়েছে।

Advertisement

এরকম পরিস্থিতিতে যেখানে দিল্লির মত একটি রাজ্যে লকডাউন চলছে, সেখানে কিভাবে আইপিএল চালানো সম্ভব? প্রশ্ন তুলেছেন শুভশ্রী গাঙ্গুলী।

Advertisement
Advertisement

তবে শুধুমাত্র চেন্নাই এবং কলকাতা নয়, সেখানকার ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ৫ মাঠকর্মী করোনা আক্রান্ত হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। খেলোয়াড়দের মধ্যে ধীরে ধীরে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। এরকম পরিস্থিতিতে শুভশ্রী এই পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে একেবারে আলোড়ন ফেলে দিলেন। পাশাপাশি আইপিএলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়ে গেল ধোঁয়াশা।

Advertisement

Related Articles

Back to top button