কলকাতানিউজ

লাল আবিরে মাখল প্রেসিডেন্সি

×
Advertisement

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দীর্ঘ আড়াই বছর পর ছাত্রভোটে উত্তেজনা দেখা যায়। লড়াই চলতে থাকে এসএফআই এবং আইসির মধ্যে। নির্বাচনের পরে কার দখলে থাকবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এই নিয়ে উন্মাদনা রয়েছে ক্যাম্পাসে। তবে সম্ভাবনার পাল্লা ভারী রয়েছে বাম ছাত্রসংগঠনে। এগিয়ে রয়েছে এসএফআই ৫৮ টি আসনে, আইসি এগিয়েছে পঞ্চাশটিতে।

Advertisements
Advertisement

দীর্ঘ ৯ বছর পরে ক্ষমতায় আসতে চলেছে এসএফআই। জি এসও ১ টি, এস জিএ ২ টি, বিজেপি সমর্থিত দুই প্রার্থী এগিয়ে রয়েছেন। প্রেসিডেন্সিতে ভোট শুরু হয়েছে বেলা এগারোটার সময়। প্রেসিডেন্সির মুল গেট বন্ধ রাখা হয়েছিল যাতে করে বাইরে থেকে কেউ ঢুকতে না পারে। তবে অশান্তি আটকাতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।

Advertisements

এ প্রসঙ্গে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন, এই জয় টি হলো গণতন্ত্রের জয়। তারা ছাত্র-ছাত্রীদের পাশে রয়েছেন, তা এই ফল দেখেই বোঝা যাচ্ছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button