Today Trending Newsনিউজরাজ্য

সিগন্যালের সমস্যা বালিগঞ্জে, বন্ধ দক্ষিণ শিয়ালদহ শাখার রেল চলাচল

ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় অফিসযাত্রীদের নাজেহাল হতে হয়েছে

Advertisement
Advertisement

বালিগঞ্জ রেললাইনে সিগনালিং এর সমস্যার জন্য ফের নাজেহাল হতে হল লোকাল ট্রেন নিত্যযাত্রীদের। বালিগঞ্জে সিগনালিং এর সমস্যা হওয়ায় সোনারপুর, বারুইপুর, ক্যানিং, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ইত্যাদি জায়গা থেকে লোকাল ট্রেন এসে শিয়ালদহ স্টেশনে ঢুকতে পারেনি। সকাল সকাল অফিস যাত্রীদের এই ট্রেন বন্ধের কারণে তীব্র সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কার্যত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত হয়ে যায়। অফিস টাইমে এমন ঘটনা ঘটায় নিত্যযাত্রীরা স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে। বালিগঞ্জ থেকে ট্রেন এগোতে না পারায় প্রত্যেকটি স্টেশনে লোকাল ট্রেন লাইন দিয়ে দাঁড়িয়ে যায়।

Advertisement
Advertisement

অন্যদিকে নির্বাচনের সময় বলে অন্যান্য সময়ের চেয়ে রাস্তায় বাসের সংখ্যা অনেক কম। তাই ট্রেনের বিকল্প হিসাবে বাসে করেও নিত্যযাত্রীরা তাদের অফিসে পৌঁছাতে পারিনি। সকাল সকাল অফিস যাওয়ার জন্য স্টেশনে এসে নিত্যযাত্রীরা জানতে পারে যে রেল পরিষেবা বন্ধ হয়েছে।

Advertisement

অন্যদিকে রেলের তরফ থেকে জানানো হয়েছে যে তারা সমস্যা সমাধানের চেষ্টায় কাজে লেগে পরেছে। কেন এই ধরনের সমস্যা হঠাৎ করে হল তা তাদের জানা নেই। এছাড়া ঠিক হতে কত সময় লাগবে তাও জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। অফিস যাওয়ার জন্য স্টেশনে এসে অনেক নিত্যযাত্রীকে বাড়ি ফিরে যেতে হয়েছে। তবে সম্প্রতি জানা যাচ্ছে যে দক্ষিণ শাখায় কিছু কিছু ট্রেন চালাচ্ছে রেল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button