ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Price: ফের সস্তা হচ্ছে সোনা, সোনার দামে আকর্ষণীয় পতন

গ্রাম পিছু আবারো সস্তা হলো সোনার দাম

×
Advertisement

ফের কলকাতায় এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম। প্রতি গ্রামে বেশ কিছুটা সস্তা হয়ে গেল মধ্যবিত্তের সবথেকে প্রিয় ধাতু। আগের দিনের থেকেও আরও সস্তা হয়ে উঠল আজকের সোনা। কলকাতায় এই মুহূর্তে পাকা সোনা এবং গিনি সোনার প্রতি গ্রামে দাম অনেকটাই কমে গিয়েছে। এই মুহূর্তে কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪,৭৫০ টাকা (কমেছে ২৫ টাকা) এবং ৮ গ্রামের দাম ৩৮,০০০ টাকা (কমেছে ২০০ টাকা)।

Advertisements
Advertisement

অন্যদিকে ১০ গ্রামের দাম ৪৭,৫০০ টাকা (কমেছে ২৫০ টাকা)। ১০০ গ্রামের দাম ৪,৭৫,০০০ টাকা (কমেছে ২,৫০০ টাকা)। এছাড়াও ২৪ ক্যারেট সোনার দামেও এসেছে পতন। এই সোনার প্রতি গ্রামে দাম অনেকটাই পড়েছে। কলকাতায় এখন ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫,১৮২ টাকা (কমেছে ২৮ টাকা), ৮ গ্রামের দাম ৪১,৪৫৬ টাকা (কমেছে ২২৪ টাকা)।

Advertisements

১০ গ্রামের দাম ৫১,৮২০ টাকা (কমেছে ২৮০ টাকা), ১০০ গ্রামের দাম ৫,১৮,২০০ টাকা (কমেছে ২,৮০০ টাকা)। তবে, উপরিউক্ত সোনার দামের সঙ্গে GST, TCS, ও অন্যান্য শুল্ক সংযুক্ত না। বেচাকেনার সময়ে এইসব শুল্ক আলাদা করে পরিবর্তন হতে পারে দাম।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button