নিউজপলিটিক্সরাজ্য

‘২ মে পর কন্ডোমের দোকান দেবেন সায়নী’, বিতর্কিত মন্তব্য অগ্নিমিত্রা পালের

অন্যদিকে সায়নী ঘোষ এই মন্তব্যের কড়া নিন্দা করে তার বংশপরিচয় এবং রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন।

Advertisement
Advertisement

বিরোধী প্রার্থী কে আক্রমণ করতে গিয়ে আবারও নতুন করে বিতর্কে জড়ালেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এবারে তিনি তার বিরোধী সায়নী ঘোষের বিরুদ্ধে একেবারে সপ্তম সুর চড়িয়ে বললেন, সায়নি ঘোষ ২ মে এর পরে কন্ডোমের দোকান দেবেন। এছাড়াও তার নিশানা তিনি এতদিন রাজনীতি করেননি, তাই তার দ্বারা রাজনীতিটা হবে না। আর তাই তার কাছে অন্য পেশা বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, তিনি কন্ডোম বেচবেন অথবা অভিযোগ করবেন।

Advertisement
Advertisement

অগ্নিমিত্রা আরো অভিযোগ করেন, উনি জানেন না, করোনা পরবর্তী সময়ে দিলীপ ঘোষ এবং অন্যান্য নেতাদের আসানসোলে কাজ করতে দেওয়া হয়নি, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। তবে বিরোধীর এহেন মন্তব্যের পর সায়নী ঘোষ কিন্তু চুপ করে থাকেন নি। সায়নী ঘোষ বললেন, “আমি ওর স্তরে নামতে পারবো না। উনি যে কথাগুলো বলেছেন, তাতে করে উনার বংশ পরিচয়, উনি কিভাবে বড় হয়েছেন তা প্রকাশ পাচ্ছে। উনি আমাকে এতদিন বাচ্চা, বাচ্চা বলতেন। উনি আমার থেকে এত বড় হয়ে এত নিম্ন রুচির পরিচয় দিচ্ছেন।”

Advertisement

তবে অগ্নিমিত্রা পাল এর বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ উঠেছে। দিন কয়েক আগে আসানসোলের একটি জায়গায় পানীয় জল নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। সেখানে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করতে শুরু করেন এবং সেই বিক্ষোভ এ অংশগ্রহণ করেন অগ্নিমিত্রা পাল। পরবর্তীকালে জলের ট্যাঙ্কার পাঠানোর পরে সেই জলের ট্যাংকের উপরে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই অভিযোগে অগ্নিমিত্রা পাল এর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করা হয়। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button