পরনে ডীপ নেককাট ওয়ানপিস পোশাক, ইন্টারনেট দুনিয়াতে ফের লাইমলাইটে শচীন কন্যা সারা টেন্ডুলকার

ভারত তথা গোটা বিশ্ববাসীর কাছে ক্রিকেটের ঈশ্বর একজনই। তিনি হলেন সকলের প্রিয় মাস্টার ব্লাস্টার, শচীন টেন্ডুলকার। তার অসামান্য কীর্তি এবং দুর্দান্ত সব ইনিংস কখনোই ভোলার নয়। শচীনের গোটা ক্রিকেট ক্যারিয়ার একাধিক রেকর্ডে সুসজ্জিত। আর সেইজন্যই গোটা বিশ্বের কাছে পরিচিত তিনি। প্রায় নিজের ক্যারিয়ারের জন্য সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। তবে সম্প্রতি নিজের মেয়ে সারা টেন্ডুলকারের জন্য নেটদুনিয়ার শিরোনামে এসেছেন তিনি।

শচীন কন্যা সারা টেন্ডুলকার

শচীন কন্যা সারা টেন্ডুলকার প্রায় সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন। সারাকে যে দেখতে অপ্সরার মতো তা বলার অপেক্ষা রাখে না। তার বেশিরভাগ ছবি সোশ্যাল মিডিয়াতে আসলেই ভাইরাল হয়ে যায়। তবে আপনাদের জানিয়ে রাখি সারার প্রসঙ্গে ইন্টারনেট দুনিয়াতে বিভিন্ন ধরনের আলোচনা হয়েই থাকে। অনেকের মতে ক্রিকেটার শুভমান গিলের সাথে সম্পর্ক রয়েছে সারার। তবে অতিসম্প্রতি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা মুখোমুখি হয়েছিলেন পাপ্পারাজিদের। তাঁর সেই ভিডিও এখন ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে।

সারা টেন্ডুলকরের ভাইরাল ভিডিও

এবারের ভাইরাল ভিডিওতে দেখা গেছে সারা টেন্ডুলকার মুম্বাইয়ের বান্দ্রাতে কোনো প্রজেক্টে শুটিং করতে গেছেন। তিনি ভ্যানিটি ভ্যানে যাওয়ার সময় তাঁকে ক্যামেরার লেন্সবন্দী করেন পাপ্পারাজিরা। তাঁর পরনে ছিল নীল রংয়ের ডীপ নেককাট ওয়ানপিস পোশাক। তাঁকে দেখতে ব্যাপক সুন্দরী লাগছিল। এই ভিডিও ভাইরাল হতেই সকলে সারার ফ্যাশন সেন্স এর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এই ভিডিওতে অনেকে কমেন্ট করে সারাকে ‘কিউট‘ বলেছেন। আবার অনেকে প্রশ্ন করেছেন যে কবে তিনি বলিউডে পা রাখবেন। আপনিও এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)