স্বপ্না চৌধুরী নামটা বর্তমান প্রজন্মের কাছে অপরিচিত কিছু নয়। হরিয়ানভি দর্শকদের পাশাপাশি বহুসাধারণ দর্শকদের মাঝেও পরিচিত তিনি। মঞ্চের পাশাপাশি অভিনেত্রীর দেখা মেলে বড়পর্দায় কিংবা একাধিক অনুষ্ঠানের আসরে। তবে বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একাধিক নাচের ঝলক নজর কাড়ে নেটজনতার। সম্প্রতি তেমনি আরো এক ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ঝলক।
হরিয়ানভি প্রথম সারির নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম হলেন স্বপ্না চৌধুরী। হরিয়ানভি দর্শকদের অধিকাংশই তাকে এক ডাকে চেনেন। তার অনুষ্ঠানে তাকে একঝলক দেখার আশায় ভিড় জমান অগণিত মানুষ। বলাই বাহুল্য, একাধিক হরিয়ানভি নৃত্যশিল্পী তাকে অনুসরণ করেন। সেকথা আর আলাদাভাবে বলার নয়। প্রায় অনেকের সাথেই তুলনা টানা হয় স্বপ্না চৌধুরীর। তবে এই মুহূর্তে তিনি আবারো নিজের আরো এক নাচের ঝলকের সূত্রেই একাংশের মাঝে পুনরায় চর্চিত হচ্ছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ঝলকটি ৩ মাস আগে ‘সোনটেক রাগিনী’ নামের ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত সেই ঝলক ২ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ঝলকে অভিনেত্রীকে নীল ও কমলা রঙের সালোয়ার কামিজেই মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। এদিন অভিনেত্রী হিট হরিয়ানভি গান ‘বাজে রাত কা বারা’র তালেই হাজির হয়েছিলেন সকলের সামনে। তার পারফর্ম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন উপস্থিত সকলেই। অভিনেত্রীর এই নাচের ঝলক যে বেশ কিছুসময় আগেকার তা অভিনেত্রীকে দেখেই স্পষ্ট হচ্ছে। আপাতত, এই ঝলকে অভিনেত্রীর দুর্দান্ত নাচের ঝলক দেখে খুশি তার ভক্তরাও।