বলিউডবিনোদনভাইরাল & ভিডিও

Sapna Choudhary: বেবি পিঙ্ক স্যুটে বিন্দাস স্বপ্না, ‘তিকে বোল’ গানে পুরুষ মনে ঝড় তুললেন স্টেজে

×
Advertisement

লাইভ, স্টেজ-শো থেকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যে দাপিয়ে রাজ করছেন, সেই স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) আবারও তার জাদুতে কাবু করে দিলেন সোশ্যাল মিডিয়ার দর্শকদের। প্রতিবার তিনি তার পারফরম্যান্স দেখিয়ে বুঁদ করে রেখেছেন অনুরাগীদের। এই হারিয়ানভি নর্তকী স্টেজে পারফর্ম করতে উঠলে মানুষ যেমন হুঁশ হারায়, তেমনই ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে স্বপ্নার নাচের ক্যারিশমা দেখে দর্শকদের উত্তেজনার পারদ বেড়ে যায়।

Advertisements
Advertisement

সম্প্রতি, স্বপ্না চৌধুরীকে ‘তিকে বোল’ (Tikhe Bol) গানের সঙ্গে পারফর্ম করতে দেখা যায় অন স্টেজে। স্বপ্নার পরনে ছিল বেবি পিঙ্ক কালারের একটি মিষ্টি সালোয়ার স্যুট। একেবারে দেশী স্টাইলে ঝড় তুলেছেন তিনি লাইভ স্টেজে।

Advertisements

দিল্লি থেকে ২০ কিলোমিটার দূরে নজফগড়ে স্বপ্নার বাড়ি। নিজের বাড়ি থেকেই সমস্ত কাজ সামলান তিনি। স্বামী-সন্তান, সংসার সামলিয়েও একের পর এক স্টেজ শো করে উপার্জনের রাস্তা তৈরি করেছেন তিনি। একটা সময় বিগ বসের ঘরে প্রতিযোগী হয়ে গিয়েছিলেন।ফলে এই মুহূর্তে স্বপ্না চৌধুরীকে চেনে না এমন মানুষ কমই আছে। হরিয়ানা, বিহার বা দিল্লির মতন জায়গায় বিয়ে বাড়ি হোক বা বাড়িতে কোনো অনুষ্ঠান, নর্তকী নিয়ে এসে নাচ করানোর প্রচলন আছে। স্বপ্না সেই সুবাদে একজন জনপ্রিয় নর্তকী। আজও ‘তেরি আখিয়া কি এ কাজল’ গানে মাতোয়ারা আট থেকে আশি। অবশ্য, স্বপ্না কোনো নির্দিষ্ট একটা গানে আটকে রাখেননি নিজেকে। বিভিন্ন ধরনের হারিয়ানভি মিউজিকে স্বপ্না ঝড় তোলেন তার দেশি স্টাইলের সঙ্গে। দেখুন স্বপ্নার ‘তিকে বোল’ (Tikhe Bol) গানের হট পারফরম্যান্স।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button