Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেমের আগুন এখনও নেভেনি, ভুলতে পারেননি প্রাক্তন প্রেমিক সঙ্গীতাকে

সঙ্গীতা বিজলানি! ‘কাতিল’, ‘ত্রিদেব’, ‘হাতিম তাই’- এ সব ছবিতে অভিনয়ের জন্য বলিউডে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। পেশা বলিউড অভিনেত্রী হলেও একসময়ে বলিউড সুপারস্টার সলমান খানের সাবেক প্রেমিকা হিসেবে বেশি সুখ্যাতি…

Avatar

By

সঙ্গীতা বিজলানি! ‘কাতিল’, ‘ত্রিদেব’, ‘হাতিম তাই’- এ সব ছবিতে অভিনয়ের জন্য বলিউডে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। পেশা বলিউড অভিনেত্রী হলেও একসময়ে বলিউড সুপারস্টার সলমান খানের সাবেক প্রেমিকা হিসেবে বেশি সুখ্যাতি ছিল এই অভিনেত্রীর। তবে এই অভিনেত্রী একসময় স্বেচ্ছায় বলিউড ছেড়ে দিয়েছিলেন। তবে খুব শীঘ্রই আবারো নতুন করে রুপোলী দুনিয়ায় কামব্যাক করতে চান। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এসবের পাশাপাশি তিনি আরো এক বিষ্ফোরক মন্তব্য করেন।

অভিনেত্রী জানান, প্রাক্তন সলমন খানের সঙ্গে সম্পর্ক এখনও বজায় রেখেছেন তিনি। আর যা শুনে অনেকেই চমকে যান। চমক খাওয়ার মতোই কথা। তিনি জানান, একটা জায়গায় এসে যে কোনো সম্পর্কের তিক্ততা অগ্রাহ্য করতে হয়। আর এটাই হল পূর্ণ পরিণত-মনস্কতা। তিনি আরো বলেন কখনো কোনো সম্পর্ক ভাঙে না, যোগাযোগও কখনও বিচ্ছিন্ন হয়ে যায় না, তা সর্বদা থেকেই যায়। শুধু সেই সম্পর্কের ধরনটা বদলে যায়। তিনি ও সলমন নিজেদের মধ্যে একটা খুব জোরালো বোঝাপড়ায় আসতে পেরেছেন। তাই এখনও তাঁদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শোনা যায়,সঙ্গীতা আর সলমনের সম্পর্ক ছিল বেশ মধুর। বেশ কিছু পার্টিতে একসাথে দেখা যায়। তবে তাঁদের বিয়েটা হতে গিয়েও শেষ পর্যন্ত হয়নি। তবু দুজন দুজনের এখনো ভালো বন্ধু। শুধু সঙ্গীতা একথা স্বীকার করেননা করেন ভাইজান ও। করণ জোহরকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “সঙ্গীতা ও তাঁর বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। আর কিছুদিন পর তাঁদের বিয়েটা হয়ে যেত। তবে শেষ অব্দি তা হল না, সে কী আর করা যাবে! বয়ফ্রেন্ড বলেই যে আজীবন সঙ্গীতা তাঁকে সহ্য করবে সেরকম কোনোকথা লেখা ছিলনা। তবে নিজের প্রাক্তনদের ব্যাপারে তিনি বেশ উগ্র তা সকলেই জানেন। বিশেষ করে ঐশ্বর্য রাই বচ্চনের বেলায় সক্কলে জানেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ক্রিকেটার মুহম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করার পর অভিনয়ের কেরিয়ার থেকে বিরতি নেন। তবে বিয়ের পর সিনেমাতে অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন অভিনেত্রী সর্বদা। নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন তাই নানান ভিডিও পোস্ট করেন। তবু ও কোথাও না কোথাও এই অভিনয় জগৎকে একটু মিস করেন তিনি। অভিনেত্রী জানান, তিনি ফিরতে চান ডিজিটাল প্ল্যাটফর্মে। তিনি ওয়েব শো এক্লপ্লোর করতে চান আমার সংবেদনশীলতার সঙ্গে মিলতে হবে আর সেই শর্তেই তিনি অফার গ্রহণ করবেন। তবে কবে আসবেন তা এখনো জানা যায়নি।

About Author