সিএএ নিয়ে প্রতিবাদ করলে মিলবে পেনশন, আজব প্রতিশ্রুতি দিল দলের পার্টি
সমাজবাদী পার্টির তরফ থেকে শুক্রবার ঘোষণা করা হয় যে, ক্ষমতায় এলে সিএএ বিরোধীদের পেনশন দেওয়া হবে। ইউপি বিধানসভায় বিরোধীদলীয় নেতা রাম গোবিন্দ চৌধুরী বলেছেন, তাদের দল রাজ্যে সিএএবিরোধী বিক্ষোভ চলাকালীন যারা বন্দী বা নিহত হয়েছেন তাদের আত্মীয়স্বজনকে ক্ষতিপূরণ দেবে।
এক প্রশ্নের উত্তরে চৌধুরী বলেন “আমাদের দল কেন্দ্রে এবং ইউপিতে ক্ষমতায় এলে সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে লড়াই করার জন্য প্রতিবাদকারীদের পেনশন দেওয়া হবে।”
আরও পড়ুন : আবহাওয়ার খবর : মেঘ কাটলে ঠান্ডা আরও জোরালো, পরশু থেকে নামবে পারদ
একটি সাংবাদিক সম্মেলনে এক প্রবীণ এসপি নেতা জানান,”যারা আমাদের আশ্রয়ে এসেছেন তারা আমার আশ্রয়ে থাকবেন। আমি সকলকে রক্ষা করার লোক।”
আরও একবার এসপি নেতা বলেছিলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রকৃত ইস্যু থেকে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারে নি।রাজ্য বিজেপি সভাপতি স্বাধীন দেব সিংহ এই প্রসঙ্গে বলেন, “হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তা বোঝার জন্য এসপি প্রধান অখিলেশ যাদবকে একমাস পাকিস্তানে থাকতে হবে।”