বলিউডবিনোদন

Salman Khan: সাপের কামড় খেয়েছেন সালমান খান, জন্মদিনের আগেই এই খবর চিন্তায় ফেলেছে অনুরাগীদের

Advertisement

বলিউডের ভাইজান সালমান খান। পর্দায় তাকে একবার দেখার জন্য অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরা। সম্প্রতি ভাইজানের জন্মদিনের আগেই চিন্তায় পড়েছেন তার অসংখ্য অনুরাগীরা। জানা গিয়েছে সাপের কামড় খেয়েছেন সালমান খান। সেইসময় তিনি ছিলেন তার পছন্দের ফার্ম হাউজে। যার নাম পানভেল। এই ফার্ম হাউজে বলিউডের ভাইজান সালমান খানের কাছে খুবই পছন্দের। তিনি নিজের অবসরের বেশিরভাগটাই কাটান এখানে, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

সালমান খান তার এই পছন্দের ফার্ম হাউজের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি কিংবা ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। অবসর সময় হোক কিংবা লকডাউনের সময় তিনি এই ফার্ম হাউজেই সময় কাটান। কদিন আগেই অভিনেতার ধান গাছ লাগানোর ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

নিজের বন্ধু-বান্ধবদের সাথেও নিজের এই প্রিয় ফার্ম হাউজে সময় কাটান অভিনেতা। এই ফার্ম হাউজকে সুন্দর রাখার জন্য রীতিমতো ঘাম ঝরান অভিনেতা, তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। এমনকি লকডাউনের সময়ও নিজের বন্ধু-বান্ধবদের এই ফার্ম হাউজে নিয়ে এসে সময় কাটিয়েছেন তিনি। এমনকি ঘোড়ার সাথেও ছবি শেয়ার করেছেন তিনি এই ফার্ম হাউজ থেকেই। এখানে ২টি গানের শ্যুটিং-ও করেছেন তিনি।

তবে বর্তমানে জানা গিয়েছে, সালমান খান ফার্ম হাউজের কাজ করতে গিয়েই হাতে সাপের কামড় খেয়েছেন। সাপে কামড় বসানোর সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে। রাত ৩.৩০-এর সময় এমন ঘটনা ঘটার পরেই সালমান খানকে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গিয়েছে, যে সাপের কামড় খেয়েছেন অভিনেতা, তা বিষাক্ত ছিল না। প্রাথমিক চিকিৎসা হওয়ার পরেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে তার প্রাণের কোনো ঝুঁকি নেই। এই খবর শোনার পরই নিশ্চিন্ত হয়েছেন তার অগণিত ভক্তরা।

Related Articles

Back to top button