Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুম্বইয়ের কোভিড যোদ্ধাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন সলমন খান

বলিউড তারকাদের অনেকে যখন মলদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত, তখন কতিপয় তারকা এগিয়ে এলেন সাহায্যের ঝুলি নিয়ে। তাঁদের মধ্যে অন্যতম হলেন সলমন খান (salman khan)। করোনা অতিমারীর কারণে আংশিক লকডাউনের পথে…

Avatar

বলিউড তারকাদের অনেকে যখন মলদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত, তখন কতিপয় তারকা এগিয়ে এলেন সাহায্যের ঝুলি নিয়ে। তাঁদের মধ্যে অন্যতম হলেন সলমন খান (salman khan)। করোনা অতিমারীর কারণে আংশিক লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র। মুম্বইও তার ব্যতিক্রম নয়। এইধরনের পরিস্থিতিতে পথে নেমে পড়েছে সলমন খানের সংস্থা ‘বিইং হিউম্যান’-এর খাদ্য সরবরাহকারী গাড়ি। কারণ নিত্যদিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে স্বাস্থ্যকর্মীরা নাজেহাল হয়ে পড়েছেন। অনেকেই বাড়ি গিয়ে খাবার আনতে পারছেন না। অপরদিকে খাবারের দোকানগুলিও বন্ধ। ফলে খাবার পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা। ফলে যুব সেনার সঙ্গে জয়েন্টলি খাবার সরবরাহের ব্যবস্থা করছেন সলমন।

খাদ্যতালিকায় রয়েছে যথেষ্ট পুষ্টিযুক্ত খাবার। রয়েছে উপমা, পোহা, বড়াপাও, পাওভাজি, চা, বিস্কুট এবং মিনারের ওয়াটারের বোতল। সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খাবারগুলি দেওয়া হচ্ছে। এমনকি একটি আপৎকালীন ফোন নম্বর দেওয়া হয়েছে যাতে কোনো স্বাস্থ্যকর্মী যদি খাবার না পান, তাহলে তাঁর কাছে পৌঁছে যাবে খাবার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিছুদিন আগেই রাখি সাওয়ান্ত (Rakhi sawant)-এর মাকে সুস্থ করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন সলমন। তিনি রাখিকে আর্থিক সাহায্য করার পাশাপাশি ভালো চিকিৎসক ও হসপিটালের ব্যবস্থাও করেছেন রাখির মায়ের জন্য। সম্প্রতি রাখির মায়ের অপারেশন হয়েছে। এছাড়াও কেমোথেরাপিও হয়েছে। আগের থেকে সুস্থ রয়েছেন রাখির মা। রাখি ও তাঁর মা সলমন খানের প্রতি নিজেদের কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন।

About Author