বিনোদনভাইরাল & ভিডিও

Sa Re Ga Ma Pa 2021:শুধু গানে নয় নাচেও পারদর্শী বাংলার মেয়ে অনন্যা, রইলো ভিডিও

Advertisement
Advertisement

জি টিভিতে ‘সারেগামাপা’-র চলতি সিজনে বাঙালি প্রতিযোগীর সংখ্যা দেখার মতো। স্নিগ্ধজিৎ,কিঞ্জল, নীলাঞ্জন, দীপাঞ্জন সবচেয়ে বেশি নজর কাড়ছেন অনন্যা চক্রবর্তী । তবে এদের মধ্যে একতারা হাতে সর্বভারতীয় মঞ্চে বাউল গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন বঙ্গ তনয়া অনন্যা। এখন এই গানের প্রতিযোগিতার অন্যতম অংশ হয়ে উঠেছে অনন্যা।
বাংলা থেকে দূরে থাকলেও বাঙালি নিজের সংস্কৃতি ভুলে থাকতে পারেননি এই সঙ্গীতশিল্পী।

Advertisement
Advertisement

তাই তো জাতীয় মঞ্চেও বাংলা গান গেয়েই বাজিমাত করছেন বজবজের কন্যা অনন্যা চক্রবর্তী। বাংলা গানের ফোক মিউজিকেরপরিচিত মুখ অনন্যা। একতারা হাতে অনন্যার বাউল গান মুগ্ধ করেছে সকল বাঙালি সঙ্গীতপ্রেমীদের। এর আগে জি বাংলার সারেগামাপা-র মঞ্চে অংশ নিয়েছিলেন অনন্যা। এবার জাতীয় টেলিভিশনের স্টেজ কাঁপাচ্ছেন এই বাঙালি গায়িকা। অনন্যার গানে বারবার মুগ্ধ করল তিন বিচারক বিশাল শেখর, শংকর মহাদেবন, আর হিমেশ রেশমিয়াদের। শুধু তিন বিচারক নয় অনন্যার গানে মুগ্ধ হয়েছেন বাপ্পি লাহিড়ি,উদিত নারায়ণ, নেহা কক্কর।

Advertisement

তবে সঙ্গীত সাধনার পাশাপাশি খুনসুটি মজা করবার সুযোগ পেলেও হাতছাড়া করেন না অনন্যা। এবার তারই প্রমাণ পাওয়া গেল ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান ‘লেজি ল্যাড’। এবার এই গানে বন্ধুর সাথে কোমর দোলালেন অনন্যা। হ্যাঁ তাঁর ড্যান্স পার্টনার সারেগামাপা-র অপর প্রতিযোগী লাজ। পঞ্জাবি কুরি লাজের সঙ্গে জমিয়ে নাচ করলেন বাংলার লোকগান শিল্পী। এই ভিডিও শেয়ার করে বুঝিয়ে দিলেন নাচেও কম পটু নন তিনি।

Advertisement
Advertisement

লাজের সঙ্গে সুন্দর এই ডান্স ভিডিও পোস্ট করে ক্যাপশনে অনন্যা লিখেছেন ‘একটা পজিটিভ মনোভাব, পজিটিভ জিনিস নিয়ে আসে।’ সেই হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দিয়েছেন ‘হ্যাপি আস’, ‘সোলমেট’, ‘জিটিভি’, ‘সারেগামাপা’,’ডান্সার’, ‘সিঙ্গার’। অনুগামীরাও অনন্যার নাচের প্রশংসা করেছেন। উল্লেখ্য, অনন্যার গানের পাশাপাশি তাঁর স্টাইল স্টেটমেন্টও বেশ নজর কাড়া। হাতে একতারা, কালার ব্রিড করা হেয়ার স্টাইলে নজরকাড়া অনন্যা । অনেকে অনন্যার লুকে ফিদা। বাংলা গানের দুনিয়ায় অতি পরিচিত মুখ অনন্যা। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও
 

 

Advertisement

Related Articles

Back to top button