বলিউডবিনোদনভাইরাল & ভিডিও

Ananya Chakraborty:বাপ্পিদার আবদারে বঙ্গতনয়া অনন্যা গাইল ‘তোমার ঘরে বসত করে কয় জনা’, মুগ্ধ হয়ে শুনল ডিস্কো ডান্সার

Advertisement
Advertisement

এবছর জি টিভিতে ‘সারেগামাপা’-র চলতি সিজনে বাঙালি প্রতিযোগীর সংখ্যা দেখার মতো। স্নিগ্ধজিৎ,কিঞ্জল, নীলাঞ্জন, দীপাঞ্জন সবচেয়ে বেশি নজর কাড়ছেন অনন্যা চক্রবর্তী । তবে এদের মধতে একতারা হাতে সর্বভারতীয় মঞ্চে বাউল গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন বঙ্গ তনয়া অনন্যা। এখন এই গানের প্রতিযোগিতার

Advertisement
Advertisement

বাংলা থেকে দূরে থাকলেও বাঙালি নিজের সংস্কৃতি ভুলে থাকতে পারেননি এই সঙ্গীতশিল্পী। তাই জাতীয় মঞ্চেও বাংলা গান গেয়েই বাজিমাত করছেন বজবজের কন্যা অনন্যা চক্রবর্তী। বাংলা গানের ফোক মিউজিকেরপরিচিত মুখ অনন্যা। একতারা হাতে অনন্যার বাউল গান মুগ্ধ করেছে সকল বাঙালি সঙ্গীতপ্রেমীদের। এর আগে জি বাংলার সারেগামাপা-র মঞ্চে অংশ নিয়েছিলেন অনন্যা। এবার জাতীয় টেলিভিশনের স্টেজ কাঁপাচ্ছেন এই বাঙালি গায়িকা। রবিবার গ্ অনন্যার গান ফের মুগ্ধ করল তিন বিচারক বিশাল শেখর, শংকর মহাদেবন, আর হিমেশ রেশমিয়াদের। শুধু তিন বিচারক নয় এদিন নিজের গানে তাক লাগিয়ে দিলেন বাপ্পি লাহিড়ীকে।

Advertisement

এদিন এক মঞ্চে দুই বাঙালি হাজির ছিলেন, তাও আবার স্বপ্নের নগরীতে। চলতি সপ্তাহে সারেগামাপা-র মঞ্চে বিশেষ অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। আর এদিন বাপ্পিদা-কে দেখেই প্রকাশ্যে ‘আই লাভ ইউ’ বলে বসলেন বঙ্গ তনয়া অনন্যা। আর এই দিন বাংলার এই ট্যালেন্টেড গায়িকার কন্ঠে বাংলা লোকগীতি শোনবার জন্য আবদার করে বসলেন ‘ডিস্কো কিং’। তিনি অনন্যাকে বললেন, ‘দু-লাইন বাংলা গান শুনিয়ে দে’। বাপ্পিদার অনুরোধের মান রেখে ফের একবার একতারা হাতে বাংলার মাটির গান গাইল অনন্যা। 

Advertisement
Advertisement

জনপ্রিয় বাংলা লোকগান, ‘তোমার ঘরে বসত করে কয় জনা’ গেয়ে শোনাল অনন্যা। বলা বাহুল্য নিজের গলায় এই গান গেয়ে ফের একবার সকলকে মুগ্ধ করল সারেগামাপা-র এই প্রতিবাভান প্রতিযোগী। এই মুহূর্তে বাংলা থেকে দূরে থাকলেও বাঙালি নিজের সংস্কৃতি ভুলে থাকতে পারেননি , সে কথা বারেবারে প্রমাণ করে দিচ্ছেন বজবজের এই কন্যে। বাপ্পিদা স্পেশ্যাল এপিসোডে ‘জিমি জিমি আজা আজা’ পারফর্ম করতে দেখা গিয়েছে এইদিন অনন্যাকে। অনন্যার গানের ঘরনার সঙ্গে কোনও মিল নেই বলিউডের এই গানের, তবুও এইদিন মঞ্চে সেরাটা দিয়েছেন গায়িকা। তবে জুরিদের থেকে মাত্র ৯২% নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় অনন্যাকে।তবে বাপ্পি লাহিড়ির থেকে প্রশংসা পান, ‘তুমি খুব ভালো গেয়েছো। অনেক দূর তুমি এগিয়ে যাও, আরও ভালো গান করো’।  নেটনাগরিকরা ও অনন্যার গানের প্রশংসা করেছেন।

Advertisement

Related Articles

Back to top button