আন্তর্জাতিকনিউজ

করোনার ভ্যাকসিন নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট

Advertisement
Advertisement

মস্কো: এবার করোনা টিকা নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবারই একথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ। এর আগে একাধিকবার করোনা প্রতিষেধকের কার্যকরিতা নিয়ে কথা বললেও এতদিন নিজের দেশেরই করোনা প্রতিষেধক নিয়েছিলেন না পুতিন। এর আগে তিনি জানিয়েছিলেন, প্রতিষেধক না নেওয়ার কোনও কারণ নেই। প্রতিষেধক উপলব্ধ হলেই তিনি টিকা নেবেন।

Advertisement
Advertisement

রবিবার সংবাদ মাধ্যমকে দমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সব প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি টিকা নেবেন। সারা বিশ্বের মধ্যে প্রথম করোনা টিকায় অনুমোদন দিয়েছিল রাশিয়া। তারপর থেকে বারবার স্পুটনিক ভি-র কার্যকরিতা নিয়ে গলা ফাটিয়েছেন পুতিন। এমনকি স্পুটনিক ভি-র ট্রায়ালেও অংশগ্রহণ করেছিলেন পুতিনের মেয়ে।

Advertisement

ডিসেম্বরের শুরু থেকেই রাশিয়ায় শুরু হয়েছে গণটিকাকরণ। ইতিমধ্যেই সে দেশে করোনা প্রতিষেধক পেয়েছেন কয়েক লক্ষ মানুষ। তবে রবিবার পর্যন্ত সে দেশে করোনা প্রতিষেধকে নিষেধাজ্ঞা ছিল ৬০ বছরের বেশি বয়সীদের। কিন্তু তুলে নেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা। মস্কোর মেয়র সার্জেই সোবানিন জানিয়েছেন, সোমবার থেকেই টিকা নিতে পারবেন বয়স্করা।

Advertisement
Advertisement

তবে এখনও তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়নি স্পুটনিক ভি-র। ভারতেও চূড়ান্ত পর্বের ট্রায়াল চলছে রাশিয়ার করোনা প্রতিষেধকের। দেশে ডঃ রেড্ডিজ ল্যাবের উদ্যোগে বিভিন্ন প্রান্তে ট্রায়াল হচ্ছে এই প্রতিষেধকের। কলকাতা শহরের পিয়ারলেস ও সাগর দত্ত মেডিক্যাল কলেজেও তৃতীয় পর্বের ট্রায়াল হওয়ার কথা আছে।

Advertisement

Related Articles

Back to top button