ক্রিকেটখেলা

ডেঙ্গুতে আক্রান্ত পাকিস্তানি ক্রিকেটার!

×
Advertisement

সুরজিৎ দাস: সূত্রের খবর ডেঙ্গু জ্বরে অসুস্থ বর্তমান পাকিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা পাকিস্তানের ইয়াং সেনশেসন শাহিন আফ্রিদি এমনকি হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাকে। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডাক্তারি পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরার পড়ার কারণে প্রাক-মরশুম ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে পেসার শাহিনকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের অধীনে চলছে তার চিকিৎসা।

Advertisements
Advertisement

এদিকে ডান হাঁটুতে চোটের কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি পাকিস্তানের ওপেনার ফখর জামান। বুধবার তার হাঁটুতে এমআরআই করানো হয়েছে। গত ২০ আগস্ট থেকে প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হকের অধীনে লাহোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রাক-মরশুম শিবির শুরু হয়েছে যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৫ সেপ্টেম্বর করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে। এর পর ৫ অক্টোবর থেকে লাহোরে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করাই এই ক্যাম্পের উদ্দেশ্য।

Advertisements

Related Articles

Back to top button