টেক বার্তা

মাত্র ১১ হাজার টাকায় বাড়ি নিয়ে যান Royel Enfield Classic 350, জানুন বিস্তারিত

বাইকের এক্স-শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত

Advertisement
Advertisement

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। নতুন বাইকের পাশাপাশি এই কোম্পানি তাদের জনপ্রিয় মডেলগুলির আপডেটেড ভার্সন ভারতের বাজারে লঞ্চ করছে। গতবছর লঞ্চ হয়েছিল কোম্পানির বুলেট ৩৫০। এবার সেই জনপ্রিয় বাইকের একটি আপডেটেড ভার্সন লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড।

Advertisement
Advertisement

এই বাইক লঞ্চ হওয়ার সময় থেকেই ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। ইয়ংস্টারদের প্রথম চয়েজ এই ক্লাসিক ৩৫০। আসলে বাইকটির পারফরমেন্স ও স্টাইল দুই অনবদ্য। এই বাইকের এক্স-শোরুম মূল্য ১.৯০ লক্ষ টাকা থেকে ২.২১ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু আপনি মাত্র ১১ হাজার টাকার ডাউন পেমেন্ট দিয়ে এই বুলেটটি বাড়ি নিয়ে যেতে পারবেন। বাকি পরিমাণের জন্য আপনাকে কত ইএমআই দিতে হবে তা জানতে আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

Advertisement

বর্তমানে প্রত্যেকটি ব্যাঙ্ক ও ফাইন্যান্স কর্পোরেশন দুই চাকার যানবাহনের জন্য ৬.৬০% থেকে শুরু করে ২৪% হারে সুদ দেয়। সেইসাথে যোগ হয় প্রসেসিং ফি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, পাঞ্জাব নেশন ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক সহ অনেক সংস্থা এই ঋণ দিয়ে থাকে। আপনি যদি ৯% হারে লোন নেন তাহলে ১ বছর থেকে ৫ বছরে কত টাকা হারে ইএমআই দিতে হবে, সেটা দেখে নিন। বাইকের দাম ১.৯০ লাখ টাকা এবং তার মধ্যে আপনি ১১ হাজার টাকার ডাউন পেমেন্ট করলে আপনাকে লোন নিতে হবে ১.৭৯ লাখ টাকার। ১ বছরের ইএমআই নিলে ৯ শতাংশ হারে প্রতিমাসে ১৫৬৫৪ টাকা দিতে হবে। মোট সুদ দিতে হচ্ছে ৮৮৪৬ টাকা।

Advertisement
Advertisement

অন্যদিকে, একই হিসাবে আপনি ২ বছরের জন্য ১.৭৯ লক্ষ টাকা লোন নিলে প্রতি মাসে ৮১৭৮ টাকার ইএমআই দিতে হবে। এই ঋণে আপনাকে মোট ১৭২৬২ টাকা সুদ দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন এই রয়েল এনফিলড ক্লাসিক ৩৫০ বাইকে ৩৪৯cc সিঙ্গেল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দ্বারা চালিত, যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে৷ কোম্পানি এই ইঞ্জিনের সাথে একটি ৫-স্পীড গিয়ারবক্স দিয়েছে। নতুন ক্লাসিকটি ৯টি রঙে কেনা যাবে।

Advertisement

Related Articles

Back to top button