টেক বার্তা

ডিজাইনের দিক থেকে দুর্ধর্ষ Royal Enfield এর এই নতুন বাইক, রাস্তায় চললে তাকিয়ে থাকবে লোকে

৭ তারিখ ভারতে এই বাইকটি লঞ্চ করা হয়েছে

×
Advertisement

নবপ্রজন্মের কাছে রয়েল এনফিল্ড মানেই একটা ইমোশন। এই বাইকের ডিজাইন, লুক অ্যান্ড ফিল, সবকিছুই অন্যান্য বাইকের থেকে একেবারে আলাদা। এই বাইকে আপনারা পেয়ে যান দারুন ক্ষমতা বিশিষ্ট ইঞ্জিন, একটা স্পোর্টি অথচ স্টার্ডি লুক, সবকিছুই। তবে এতদিন পর্যন্ত রয়েল এনফিল্ড যে সমস্ত বাইক মার্কেটে নিয়ে আসতো সেগুলির দাম ছিল অত্যন্ত বেশি। তবে এবারে রয়েল এনফিল্ড এর তরফ থেকে এমন একটি বাইক নিয়ে আসা হয়েছে যা ফিচার এবং অন্যান্য দিক থেকে রয়েল এনফিল্ডের অন্যান্য বাইককে টক্কর দিল দাম অনেকটা কম। এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন দারুন কিছু এডভান্স ফিচার, এবং তার সাথেই এই বাইকটি এই মুহূর্তে বাজারের সবথেকে সস্তার রয়েল এনফিল্ড। গতকালই ভারতের বাজারে লঞ্চ হয়েছে এই বাইকটি এবং রয়াল এনফিল্ড এর তরফ থেকে এই বাইকের নাম দেওয়া হয়েছে – রয়েল এনফিল্ড হান্টার ৩৫০।

Advertisements
Advertisement

ফিচারের দিক থেকে বলতে গেলে, এই রয়েল এনফিল্ড বাইকে আপনারা পাচ্ছেন ৩৬.২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ। এই বাইকে ৬টি ভিন্ন ভিন্ন কালার অপশন পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে, রেবেল ব্লু, রেবেল রেড, রেবেল ব্ল্যাক, ড্যাপার অ্যাশ, ড্যাপার হোয়াইট এবং ড্যাপার গ্রে। ভারতে এই ৬টি কালার অপশনে এই বাইকটি লঞ্চ হয়েছে।

Advertisements

ভারতের বাজারে এই বাইকটি অত্যন্ত জনপ্রিয় হতে পারে, এমনটাই আশা করছেন রয়েল এনফিল্ডের কর্তারা। ডিজাইনের ব্যাপারে বলতে গেলে এখানে রয়েছে একটি সিঙ্গেল পিস সিট, রাইডারের জন্য প্যাচ রিব এবং স্প্লিট ও অ্যালয় হুইল। পিছনের দিকে রয়েছে টু পিস গ্র্যাব রেল। রয়েল এনফিল্ড এই বাইকটিকে দুটি পেইন্ট স্কিমে নিয়ে আসছে – নীল এবং সাদা, আর গ্রে ও সিয়ান ব্লু।

Advertisements
Advertisement

রয়েল এনফিল্ড তাদের নতুন J প্ল্যাটফর্মের উপরে লঞ্চ করেছে হান্টার ৩৫০ বাইককে। এই একই প্লাটফর্মে ক্লাসিক ৩৫০ এবং মিটিওর ৩৫০ তৈরি করা হয়েছিল। এই বাইকে আপনারা পাচ্ছেন ৩৪৯ সিসি ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন টেকনোলজি। তাই যদি আপনারা এই বাইক কিনতে চান তাহলে খুবই সহজে শোরুমে গিয়ে এই বাইক কিনে নিতে পারবেন।

Related Articles

Back to top button