লকডাউনে টানা ছয় মাস গৃহবন্দী থাকার পর সেটে ফিরেছেন হলিউড স্টার রবার্ট প্যাটিসন। আপনারা যারা ‘টোয়াইলাইট’ বা ‘দ্য টোয়াইলাইট সাগা’ মুভিটি দেখেছেন তাঁরা নিঃসন্দেহে রবার্ট প্যাটিসনকে চিনবেন। ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসনের অসম্ভব পাকা প্রেমের জুটি জুড়ি মেলা ভার।
না আজ আমরা এই জুটিকে নিয়ে আলোচনা করবো না, বরং আপনাদের জানিয়ে রাখি দ্য রকের পর এবার করোনার কবলে পড়েছেন অভিনেতা রবার্ট প্যাটিসন। ইতিমধ্যে, লন্ডনে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার শুটিং শুরু করেন প্যাটিনসন, ঠিক এর একদিন পরেই তাঁর কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসে। ম্যাট রীভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ মুভিটি আগামী বছর জুনে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে অক্টোবরে মুক্তি পাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowWishing Robert Pattinson a healthy and speedy recovery after testing positive for Covid-19❤️ pic.twitter.com/z9QP8pMafL
— ً (@Ienscap) September 3, 2020
সুখবরটি হল, হলিউড স্টার রবার্ট প্যাটিসন এখন ভালো আছেন ও সুস্থ আছেন।