বলিউডবিনোদন

‘মায়ের মতো সন্তান দত্তক নিয়ে চাই’, মুখ খুললেন সুস্মিতা সেনের মেয়ে রেনে

Advertisement
Advertisement

মাত্র চব্বিশ বছর বয়সে প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন (susmita sen) মা হয়েছিলেন।  না, তিনি গর্ভধারণ করেননি।  অনাথালয় থেকে দত্তক নিয়েছিলেন একরত্তি কন্যাসন্তানকে, নাম দিয়েছিলেন রেনে।  সুস্মিতার কন্যা রেনে সেন (Renee sen) পা দিয়েছেন একুশ বছর বয়সে। রেনেও শর্টফিল্ম ‘সুট্টাবাজী’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রেনে জানিয়েছেন, তিনিও ভবিষ্যতে মা সুস্মিতার মতোই দত্তক নেবেন কন্যাসন্তান।

Advertisement
Advertisement

একবার রেনে সুস্মিতাকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর জন্ম কিভাবে হয়েছে! সুস্মিতা উত্তর দিয়েছিলেন, রেনে তাঁর হৃদয় থেকে জন্ম নিয়েছেন। সাক্ষাৎকারে রেনে এই ঘটনাটি জানিয়ে বলেছেন, জননী ও পালিতা মায়ের মধ্যে পার্থক্য হয় কিনা তিনি জানেন না। কারণ ‘দত্তক’ তাঁর কাছে একটি শব্দ ছাড়া আর কিছুই নয়।

Advertisement

রেনে আঠেরো বছর বয়সে পা দেওয়ার দিন সুস্মিতা তাঁর হাতে তুলে দিয়েছিলেন রেনের দত্তক সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং বলেছিলেন, রেনে চাইলে নিজের জন্মদাতা পিতা-মাতার খোঁজ করতে পারেন। এই কাজে সুস্মিতাও তাঁকে সাহায্য করবেন। তাঁদের খোঁজ পেলে রেনে যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেবেন সুস্মিতা। কিন্তু রেনে সমস্ত কাগজপত্র সুস্মিতাকে ফেরত দিয়ে রেনে বলেছিলেন, তাঁর মায়ের নাম সুস্মিতা সেন এবং এই মুহূর্তে তিনি তাঁর সঙ্গেই রয়েছেন। তাঁর জীবনে আর কারও প্রয়োজন নেই। রেনে বলেছেন, হয়তো তাঁর জন্মদাতা পিতা-মাতা কোনো পরিস্থিতির শিকার হয়ে তাঁকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিলেন। তাঁদের রেনে অশ্রদ্ধা করেন না। কিন্তু সুস্মিতা তাঁর পৃথিবী। নিজের পৃথিবীকে ছেড়ে চলে যেতে চান না রেনে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button