Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মনে আছে ‘উত্রান’ সিরিয়ালের ছোট্ট ‘ইচ্ছা’কে, এখন এমন দেখতে হয়েছে, দেখুন সুন্দর ছবি

ভারতীয় দর্শকদের মধ্যে সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে। তাইতো একাধিক ভাষাতে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রত্যেকের বাড়িতেই টেলিভিশনে চলে কোনো না কোনো ধারাবাহিক। বিভিন্ন টিভি চ্যানেলে নানান ধরনের…

Avatar

ভারতীয় দর্শকদের মধ্যে সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে। তাইতো একাধিক ভাষাতে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রত্যেকের বাড়িতেই টেলিভিশনে চলে কোনো না কোনো ধারাবাহিক। বিভিন্ন টিভি চ্যানেলে নানান ধরনের সিরিয়াল চলতে থাকে। সেগুলির মধ্যে কিছু কিছু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বলা যেতে পারে এন্টারটেইনমেন্টের একটি প্রধান দিক হয়ে উঠেছে বিভিন্ন হিন্দি সিরিয়াল। এই টিভি সিরিয়াল জগতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ‘উত্রান’ সিরিয়ালের।

দীর্ঘদিন মানুষকে এন্টারটেনমেন্ট প্রদানকারী একটি টিভি সিরিয়াল হল ‘উত্রান’। এই সিরিয়ালে ছোট্ট ইচ্ছা এবং তাপস্যা তাদের নিষ্পাপতা এবং অভিনয় দিয়ে শিরোনামে পৌঁছেছেন এবং দর্শকদের ভালবাসা পেয়েছেন। অনেকেই এই দুই চরিত্রের ফ্যান হয়ে গিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, ছোট্ট ইচ্ছা স্পর্শ খানচান্দানির বয়স এখন ২২ বছর। অন্যদিকে, ছোট তাপস্যা অর্থাৎ ঈশিতা পাঞ্চালের বয়স এখন ২৪ বছর। তাঁদের দুজনকেই খুব সুন্দর দেখতে হয়ে গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ছোট্ট তাপস্যা অর্থাৎ ঈশিতা পাঞ্চাল বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরে। ঈশিতাকে শেষবার দেখা গিয়েছিল ২০১১ সালে ‘সিআইডি’-তে টিভিতে। ঈশিতা শিশু শিল্পী হিসেবেও কাজ করেছেন ‘এক বিবাহ আইসা ভি’, ‘ভূত অ্যান্ড ফ্রেন্ডস’ এবং ‘রামা: দ্য সেভিয়ার’ সহ বেশ কয়েকটি ছবিতে। অন্যদিকে, স্পর্শ খানচান্দানি সিরিয়াল পরওয়ারিশ, সিআইডি, দিল মিল গে এবং রিয়েলিটি শো ‘জারা নাচ কে দেখা’ তেও হাজির হন।এর পাশাপাশি তিনি ‘মীনা: হাফ দ্য স্কাই’ নামের একটি হলিউড ছবিতেও কাজ করেছেন।

About Author