ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

‘জিওমার্ট’ নিয়ে এলো দুর্দান্ত সুবিধা, বাড়িতে বসেই মিলবে প্রয়োজনীয় সামগ্রী

Advertisement
Advertisement

লকডাউনের মধ্যে বন্ধ বেশিরভাগ দোকান, বাইরে বেরোতে পারছেন না সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ শুরু করলো একটি নতুন পরিষেবা। ‘জিওমার্ট’ নামের এই পরিষেবায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। যদিও প্রাথমিক ভাবে মহারাষ্ট্রের ‌নবি মুম্বই, থানে এবং কল্যাণে এই পরিষেবা উপলব্ধ ছিল, তবে এবার থেকে দিল্লী, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, পুনে এবং অন্যান্য বড় বড় শহরে রিলায়েন্স জিও তাদের নতুন পরিষেবা শুরু করে দিয়েছে। এরফলে গোটা দেশের মোট ২০০ টিরও বেশি শহরে ক্রেতারা ‘জিওমার্ট’ থেকে জিনিসপত্র অর্ডার করতে পারবেন।

Advertisement
Advertisement

শনিবার গভীর রাতে এই বিষয়ে ট্যুইট করে চিফ এক্সিকিউটিভ দামোদার মল জানিয়েছেন, “আপনার কাছে হোয়াটসঅ্যাপ নম্বর থাকলেই এবার বাজার করার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে।” জানা গিয়েছে, ইতিমধ্যেই গ্রাহকদের থেকে অর্ডার নেওয়াও শুরু করে দিয়েছে এই সংস্থা। jiomart.com ওয়েবসাইটে দেখা যাবে কোন কোন জিনিস উপলব্ধ রয়েছে এবং সেগুলির দাম কত। যদিও কোনো অ্যাপ এখনও লঞ্চ করা হয়নি,
ওয়েবসাইট থেকেই এই সুবিধা পাওয়া যাবে। প্রথমে পিন কোড দিয়ে দেখে নিতে হবে সেই অঞ্চলে এই পরিষেবা পাওয়া যাবে কিনা।

Advertisement

আসুন জেনে নিই কীভাবে অর্ডার করবেন-

Advertisement
Advertisement

১. প্রথমেই নিজের ফোনে 8850008000 নম্বরটি সেভ করতে হবে। তারপর সেই নাম্বারে hi বা যে কোনো মেসেজ পাঠাতে হবে।

২. মেসেজ পাঠানোর পর ওই নাম্বার থেকে একটি লিংক আসবে। সেটিতে ক্লিক করে একটি পেজ খুললে নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর নথিভুক্ত করে proceed এ ক্লিক করতে হবে।

৩. এরপর বিভিন্ন সামগ্রীকে পছন্দ মতো অর্ডার করতে পারবেন।

৪. কোন দোকানে অর্ডারটি গেলো তা মেসেজ করে জানিয়ে দেওয়া হবে।

৫. এরপর রিসিভ লেখা একটি মেসেজ পাবেন। পেমেন্ট করলেই নিজের অর্ডার পিকআপ করতে পারবেন।

৬. এই পরিষেবায় সমস্ত জিনিস যেমন, ছোলা, ময়দা, সুজি, চিনাবাদাম, ডাল, বিভিন্ন মশলার সাথে সাথে অনান্য প্যাকেট করা প্রোডাক্টও পাওয়া যাবে।

৭. এখানে ৭৫০ টাকার উপর কেনাকাটা করলে কোনও ডেলিভারি চার্জ লাগবে না। কিন্তু তার কম হলে ২৫ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে।

Advertisement

Related Articles

Back to top button