ভাইরাল & ভিডিও

পাতলা দুপাট্টা গানে মঞ্চে উঠে ব্যাপক নাচ আর সি উপাধ্যায়ের, মুহূর্তেই ভাইরাল ভিডিও

এই ভিডিওতে আরসির সঙ্গে এক কাকাকেও নাচ করতে দেখা যাচ্ছে

Advertisement
Advertisement

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।

Advertisement
Advertisement

আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। তবে স্বপ্না চৌধুরীর এই জনপ্রিয়তাকে কম করতেই এখন হরিয়ানভি গানের জগতে এসেছেন এক নতুন তারকা, RC উপাধ্যায়। নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্সে জনপ্রিয়তা পারছেন R.C ওরফে আরসি উপাধ্যায়। তাঁর চিত্তাকর্ষক নাচের ঠুমকা মন জয় করে নিচ্ছে সকলের। তাই তো মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও তালিকায় দেখা যাচ্ছে আরসি উপাধ্যাইয়ের স্টেজ পারফরম্যান্স।

Advertisement

এই ভিডিওতে আপনি দেখতে পাবেন, স্টেজে দাড়িয়ে আরসি উপাধ্যায় নীল রঙের চকচকে একটি সালওয়ার স্যুট পরে হরিয়ানভি গানে দারুন ঠুমকা লাগিয়েছেন। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে দর্শকদের সামনেই স্টেজ কাঁপাতে। বাচ্চা থেকে শুরু করে বুড়ো, সকলেই এই নাচ উপভোগ করছেন। অনেক মানুষ জড়ো হয়ে এখানে নোটের বৃষ্টি করতে শুরু করেছেন।

Advertisement
Advertisement

এই ভাইরাল ভিডিওতে, আরসি উপাধ্যায় ‘রাগনি পাতলা দুপাট্টা তেরা মুহ দেখে’ গানে অসাধারণ নাচ করেছেন। স্টেজের উপরে তার অসাধারণ ঠুমকা দেখে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন ভক্তরা। ভক্তরাও আরসি উপাধ্যায়ের সঙ্গে মঞ্চে উঠে নাচ করতে শুরু করছেন। এই ভিডিওতে আরো দেখা যাচ্ছে যে এক কাকাও আরসি উপাধ্যায়-র সঙ্গে মঞ্চে উঠে নাচ করতে শুরু করে। তার ড্যান্সের স্টাইলও ব্যাপক। আরসি-র এই ভিডিওটি ইউটিউবে ব্যাপক ট্রেন্ড করছে। ভক্তরা আরসির এই দুর্দান্ত স্টাইল পছন্দ করছেন। দেখে নিন এই ভিডিওটি।

Related Articles

Back to top button