Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

গ্রেফতার শোভন, খবর পেয়ে নিজাম প্যালেসে দৌড়ে এলেন রত্না, দেখা নেই ‘বান্ধবী’ বৈশাখীর

নারদ কান্ডে তদন্তের জেরে শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই

Advertisement
Advertisement

নারদ কাণ্ডে তদন্ত করতে গিয়ে সিবিআই আজ সকালে রাজ্যের দুই মন্ত্রী এবং বিধায়ককে গ্রেপ্তার করেছে। তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের বাড়িতে সকাল-সকাল পৌঁছে যায় সিবিআই গোয়েন্দা বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে নিজাম প্যালেসে আনা হয়। অন্যদিকে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও গ্রেফতারির কোপে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। স্বামীর গ্রেপ্তারির খবর শুনে তড়িঘড়ি সিবিআই প্রধান দপ্তর নিজাম প্যালেসে পৌঁছান তার স্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।

Advertisement
Advertisement

রত্না চট্টোপাধ্যায় নিজাম প্যালেসে পৌঁছে বেশি বাক্যব্যয় না করে শুধুমাত্র সাংবাদিকদের বলেন, “বেশি কিছু বলতে চাই না। আমি আইনজীবীদের সাথে কথা বলবো। তারপর তাদের পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ নেব।” রত্না চট্টোপাধ্যায় ছাড়াও নিজাম প্যালেসে সহকর্মীদের পাশে দাঁড়াতে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে গিয়ে বলেছেন, “বেআইনিভাবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমায় গ্রেফতার করতে হবে। না হলে আমি সিবিআই দপ্তর থেকে বেরোবো না।”

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, এখন অব্দি বিবাহবিচ্ছেদ না হলেও শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায় আলাদা থাকেন। বারংবার বঙ্গ রাজনীতির ইতিহাসে তাদের সম্পর্কের টানাপোড়েন প্রকট হয়েছে। তাদের সম্পর্কের মাঝে বারংবার নাম জড়িয়েছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে বান্ধবীর সাথে বিজেপিতে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু নির্বাচনের শেষ মুহূর্তে শোভনবাবু বা তার ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপির থেকে টিকিট পায় না। অন্যদিকে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়াই করে জয় হাসিল করে রত্না চট্টোপাধ্যায়। আজ বান্ধবীকে দেখা না গেলেও স্ত্রী পাশে এসে দাঁড়িয়েছে শোভনবাবুর।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button