বলিউডবিনোদন

করোনায় আক্রান্ত রণধীর কাপুর, ভর্তি করা হল হাসপাতালে

Advertisement
Advertisement

বেলাগাম হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)-এর মতো অনেক সেলিব্রিটি। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। নেই অক্সিজেন, প্লাজমা, বেড। বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন করোনা রোগীরা। ভোপাল ও কলকাতায় জ্বলছে গণচিতা। ইতিমধ্যেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সেলিব্রিটিদের একাংশ। সুস্মিতা সেন (Susmita sen) অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছেন। সলমন খান (salman khan) স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও মাঝে মাঝে সলমন কোভিড হাসপাতালে সশরীরে ভিজিট করছেন।

Advertisement
Advertisement

অপরদিকে কাপুর পরিবারে যেন নেমে এসেছে বিপর্যয়ের ছায়া। গত বছর ক্যান্সারে প্রয়াত হয়েছেন ঋষি কাপুর (Rishi kapoor)। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজীব কাপুর (Rajib kapoor)। এরপরেই একে একে করোনায় আক্রান্ত হয়েছিলেন নীতু সিং (nitu singh) ও রণবীর কাপুর (Ranbir kapoor)। তাঁরা করোনামুক্ত হলেও কাপুর পরিবার থেকে সরল না করোনা। এবার করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হলেন করিনা (kareena Kapoor khan) ও করিশমা (karishma kapoor)-এর বাবা অভিনেতা রণধীর কাপুর (Randhir kapoor)।

Advertisement

কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের কর্ণধার ডঃ সন্তোষ শেঠি (santosh shetty) জানিয়েছেন, 28 শে এপ্রিল রাতে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় রণধীর কাপুরকে। এরপর কোভিড টেস্ট করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখনও অবধি প্রাপ্ত খবর অনুযায়ী রণধীরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button