বলিউডবিনোদন

কাপুর পরিবারে শোকের ছায়া, চলে গেলেন বিখ্যাত বলিউড অভিনেতা

×
Advertisement

কাপুর পরিবারের দুঃসময় যেন কাটছে না। গত বছর প্রয়াত হয়েছিলেন অভিনেতা ঋষি কাপুর (Rishi kapoor)। এবার প্রয়াত হলেন ঋষি কাপুরের কনিষ্ঠ ভ্রাতা অভিনেতা রাজীব কাপুর (Rajib kapoor)। মাত্র 58 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টের ফলে হৃদযন্ত্র বিকল হয়ে প্রয়াত হলেন ‘রাম তেরি গঙ্গা মইলি’-র নায়ক। ফিল্ম ক্রিটিক কোমল নাথ (Komal nath) টুইটারে রাজীবের মৃত্যুসংবাদ টুইট করে শোকবার্তা দেন। রাজীব কাপুরের অকালপ্রয়াণে শোকস্তব্ধ বলিউড। বলিউড তারকাদের শোকবার্তায় ক্রমশ ভরে উঠছে সোশ্যাল মিডিয়া। তবে কাপুর পরিবারের তরফে মিডিয়ায় এখনও কোনও বুলেটিন পেশ করা হয়নি।

Advertisements
Advertisement

1983 সালে ‘এক জান হ্যায় হাম’ ফিল্মের মাধ্যমে বলিউডে অভিনেতা হিসাবে ডেবিউ করলেও ‘রাম তেরি গঙ্গা মইলি’-র মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন রাজীব। 1985 সালে রাজ কাপুর (Raj kapoor) পরিচালিত শেষ ফিল্ম ‘রাম তেরি গঙ্গা মইলি’ মুক্তি পায়। এই ফিল্মের মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী মন্দাকিনী(Mandakini)-র। রাজীব-মন্দাকিনীর জুটি দর্শকমহলে সাড়া ফেলে দেয়। ‘রাম তেরি গঙ্গা মইলি’-র মাধ্যমে রাজ কাপুর ভালোবাসা ও নারীশক্তির কনসেপ্টের সমন্বয় ঘটিয়েছিলেন। ‘রাম তেরি গঙ্গা মইলি’-র সাফল্য রাজীবকে অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করলেও অপরদিকে তাঁর কেরিয়ারে ভাটার টান এনে দিয়েছিল। ‘রাম তেরি গঙ্গা মইলি’-তে রাজীবের অভিনয় দর্শকদের মনে তাঁর আলাদা প্রতিচ্ছবি তৈরী করেছিল। ফলে রাজীব এরপর বহু ফিল্মে অভিনয় করলেও দর্শক তাঁকে ‘রাম তেরি গঙ্গা মইলি’-র নায়কের বাইরে কখনও কিছু ভাবতে পারেননি।

Advertisements

1991 সালে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেন রাজীব। তাঁর প্রযোজিত ফিল্ম ‘হেনা’ মাঝারি ধরনের বাণিজ্যিক সাফল্য পেয়েছিল। ‘হেনা’-র পরিচালক ছিলেন রাজীবের দাদা রণধীর কাপুর (Randhir Kapoor)। 1996 সালে রাজীব কাপুর পরিচালিত ফিল্ম ‘প্রেমগ্রন্থ’ বক্স অফিসে চূড়ান্ত অসফল হয়। 1999 সালে রাজীব প্রযোজিত ও ঋষি কাপুর পরিচালিত ফিল্ম ‘আ আব লট চলে’ মুক্তি পায়। এই ফিল্মটিও সাফল্যের মুখ দেখেনি। বারবার অসফলতা রাজীবকে মানসিক অবসাদের শিকার করে দিয়েছিল। তিনি ধীরে ধীরে সরে যান ফিল্ম জগৎ থেকে। কাপুর পরিবারের পার্টিতে মাঝে মাঝে তাকে দেখা গেলেও ভাগ্য বিড়ম্বিত নায়ক রাজীব চলে গিয়েছিলেন অন্তরালে। অন্তরালে থেকেই অবসান ঘটল কাপুর পরিবারের নক্ষত্র রাজীবের জীবনের।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button