নিউজপলিটিক্সরাজ্য

তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা, পুজোর আগে কি হবে ঘর ওয়াপসি?

সম্ভাবনা রয়েছে পুজোর আগেই রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারা আবারও ঘরে ফিরতে চলেছেন

Advertisement
Advertisement

দুর্গা পুজোর আগে একটি বড় ধাক্কা আসতে চলেছে বিজেপি শিবিরে। শোনা যাচ্ছে, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং দীপেন্দু বিশ্বাস সহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা বেশ কিছু নেতা-নেত্রী পুজোর আগেই আবারো ঘরে ফিরতে চলেছেন। রাজনৈতিক মহলের ধারণা পুজোর আগেই আবারো তৃণমূলের পতাকা হাতে ধরবেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি এই বিষয়ে।

Advertisement
Advertisement

২০২১ এর নির্বাচনের আগে যখন বিজেপিতে যোগদান করার একটা হিড়িক পড়েছিল, সেই সময় সেই জোয়ারে গা ভাসিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সহ আরো অনেকে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপিকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার পর থেকেই নতুন করে ঘরে ফেরার পরিকল্পনা নিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে করে চোখের জলে তৃণমূলকে বিদায় দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরে আমরা থেকে দেখেছিলাম বিজেপির টিকিটে ডোমজুড় আসন থেকে প্রতিযোগিতা করতে। কিন্তু, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর কাছে তিনি বিশাল ব্যবধানে হেরে যান। তারপর থেকেই টুইটার এবং ফেসবুকে নানা জায়গায় বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কুনাল ঘোষ এবং মুকুল রায়ের সঙ্গে দেখা করে এসেছেন তিনি। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃ বিয়োগ এর সময় তার সঙ্গে দেখা করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই মনে করা হচ্ছিল, মুকুল রায়ের পথে হেঁটে বিজেপি ছেড়ে আবারো তৃণমূলের সঙ্গে যোগদান করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন সপুত্র মুকুল রায়। স্ত্রী বিয়োগের পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায় বারংবার মুকুল রায়ের সঙ্গে দেখা করেছেন, তার সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন। অন্যদিকে একজন তৃণমূল কংগ্রেস কাউন্সিলের নিজেও বলেছেন, ‘ রাজিব তো আমাদের দলের ছেলে। ভালো ছেলে। শুভেন্দু ওকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল। আমরা জানতাম রাজিব ফিরবে। তাই তিনি নিজেই যোগাযোগ করেছেন। তবে দলনেত্রী যতক্ষণ পর্যন্ত না সবুজ সংকেত দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সবই অধরা।’

এবার প্রসঙ্গ আসে দিপেন্দু বিশ্বাস এর ব্যাপারে। এই প্রাক্তন ফুটবলার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু তারপর যখন বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে হেরে যায়, তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের ফেরার আর্জি জানিয়েছিলেন তিনি। নারদ মামলায় মন্ত্রী এবং বিধায়কদের যেভাবে গ্রেফতার করা হয়েছিল তার প্রতিবাদে বিজেপি ত্যাগ করেছিলেন দীপেন্দু বিশ্বাস। তার পাশাপাশি, তৃণমূল কংগ্রেসে আবারো ফিরতে চেয়ে টুইট করেছেন সোনালী গুহ। সূত্রের খবর পুজোর আগে দীপেন্দু বিশ্বাস, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সোণালী গুহ আবারও তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন। তবে এখনো পর্যন্ত এই ঘরওয়াপসির তালিকায় সবার উপরে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং দীপেন্দু বিশ্বাস।

Advertisement

Related Articles

Back to top button