দেশনিউজ

প্রধানমন্ত্রী ব্যস্ত ময়ূরের সঙ্গে, তাই আত্মনির্ভর হয়ে উঠুন, মোদিকে কটাক্ষ রাহুলের

Advertisement
Advertisement

করোনা পরিস্থিতির কারণে বেশ কয়েকদিন ধরেই পিছিয়ে গিয়েছে বাদল অধিবেশন। তবে আজ, সোমবার থেকে এই অধিবেশন শুরু হয়েছে। আঠারো দিন ধরে চলবে এই অধিবেশন। যদিও প্রশ্নোত্তর পর্ব এবং জিরো আওয়ার ছেঁটে ফেলা হয়েছে। তবে এই অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও সাংসদ রাহুল গান্ধী। তবে অধিবেশনে উপস্থিত না থাকলেও প্রত্যেক দিনের মতো আজও টুইটারে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে পিছু হটলেন না রাহুল। আর এবার তিনি সরাসরি টার্গেট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

Advertisement
Advertisement

কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল তাঁর বাসভবনে ময়ূরের সঙ্গে কিছুটা সময় কাটাতে। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা পরবর্তীকালে ভাইরাল হয়ে যায়। সেই প্রসঙ্গে এদিন রাহুল বললেন, ”আত্মনির্ভর ভারত’ মানে নিজের জীবন নিজে বাঁচান। কারণ, আমাদের দেশের প্রধানমন্ত্রী ময়ূরের সঙ্গে ব্যস্ত রয়েছেন।’ এভাবেই কার্যত প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন সনিয়া-পুত্র।

Advertisement

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণে মেডিকেল চেকআপ করাতে মাকে নিয়ে এই মুহূর্তে বিদেশে রয়েছেন রাহুল। সেখান থেকেই প্রত্যেকদিন সরকারের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে তাঁকে। আজও তার অন্যথা হল না। রাহুলের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তরফ থেকে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং অধিবেশন শুরুর আগে প্রারম্ভিক ভাষণে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ঐক্যবদ্ধভাবে সেনাদের পাশে দাঁড়ানো এখন একমাত্র কর্তব্য। এই বার্তাই সংসদের অধিবেশন থেকে সেনাদের কাছে পৌছানো উচিত।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button