
×
Advertisement
মলয় দে, নদীয়াঃ এবার রাজ্যে তথা নদীয়া জেলার শ্রমজীবি মানুষের স্বার্থে বামেদের শ্রমিক সংগঠন CITU এর পক্ষ থেকে রানাঘাট মহকুমা শাসক হরসিমরন সিং এর কাছে ডেপুটেশন জমা দিলেন তারা। এদিন দূরত্ব বজায় রেখে তারা মহকুমা শাসকের অফিস প্রাঙ্গনে শ্লোগান তোলেন বাম ট্রেড ইউনিয়ন শ্রমিকেরা।
Advertisements
Advertisement
তাদের দাবী অবিলম্বে ‘প্রচেষ্টা’ প্রকল্পের টাকা চালু করতে হবে। এছাড়াও এদিন বিভিন্ন দাবি তোলা হয়।
অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কটাক্ষ করে জানানো হয়, গরিবের স্বার্থে কাজ করা সংগঠনকে মানুষ ভুলে গেছে, তাই লকডাউনের মাঝে বিধি ভেঙে নজির সৃষ্টি করতে চাইছে সি আই টি ইউ।
Advertisements
পশ্চিমবঙ্গ সরকার যেভাবে মানুষের পাশে আছে এই চরম সংকটময় মুহূর্তেও, একইভাবে আগামীতেও থাকবেন।
Advertisements
Advertisement