বলিউডবিনোদন

সব সীমা ছাড়িয়ে গেলেন প্রিয়া আহুজা, কাপড় খুলে বাথটাবে বসে এমন পোজ দিলেন অভিনেত্রী

×
Advertisement

টেলিভিশনের অন্যতম পরিচিত অভিনেত্রী প্রিয়া আহুজা। ‘তারক মেহেতা কা উলটা চশমা’তে অভিনয় করেই এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন দর্শকদের একাংশের মাঝে। এছাড়াও ‘ভাড়া প্রসাদ অ্যান্ড পত্তি প্রসাদ’, ‘ছাজ্জে ছাজ্জে কা পেয়ার’এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে সম্প্রতি অভিনেত্রী নিজের বোল্ড লুকের সূত্র ধরেই চর্চিত হচ্ছেন।

Advertisements
Advertisement

Advertisements

২০১১’তে টেলিভিশন পরিচালক মালব রায়দার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। বর্তমানে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে, নাম আরদাস। তবে তার ফিটনেস দেখে সেকথা বোঝা দায়। শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে সচেতন তিনি। শরীরচর্চা করতে ভোলেন না কখনোই। মাতৃত্বকালীন পরবর্তী সময়ে খুব অল্পসময়ের মধ্যেই নিজের শরীরের অতিরিক্ত মেদ ঝড়িয়ে ফেলেছেন তিনি। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে।

Advertisements
Advertisement

অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও প্রায়ই অংশ নিতে দেখা যায় প্রিয়া আহুজাকে। সম্প্রতি তেমনি একটি বোল্ড ফটোশুদের ঝলক শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নিজেই, যা রীতিমতো রাতের ঘুম উড়িয়েছে অভিনেত্রীর ভক্তদের। উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। পাশাপাশি তাপমাত্রা বাড়িয়েছেন ভক্তদের মনেরও।

সম্প্রতিক ভাইরাল হওয়া ফটোশুটে স্নানঘরেই দেখা মিলেছে তার। সাদা বাথ রোবেই দেখা গিয়েছে তাকে, যার একদিকের কিছুটা অংশ নামানো ছিল কাঁধ থেকে। এই পোশাকে কখনো বাথটবে বসে কফি কাপ হাতে পোজ দিয়েছেন তিনি। আবার কখনো আয়নার সামনে বসেই দিয়েছেন পোজ। বলাই বাহুল্য, তার প্রতিটি ঝলকে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। এই বেশেই খোলা চুলে, হালকা মেকাপে সম্প্রতি মুগ্ধ করেছেন নিজের ভক্তদের। সেই ঝলক অবশ্য রয়েছে কমেন্টবক্সেই।

Related Articles

Back to top button