দেশনিউজ

ভোটার কার্ড নিয়ে বড়সড় ঘোষণা নির্বাচন কমিশনের

×
Advertisement

ভারতের নাগরিক হিসাবে ভোট দানের জন্য এবং পরিচয় পত্র হিসাবে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ প্রমাণ পত্র। সম্প্রতি ভারত সরকারের নির্দেশে ১লা সেপ্টেম্বর থেকে ভোটার কার্ড যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং ১৮ ই নভেম্বর এই যাচাই প্রক্রিয়ার শেষ তারিখ বলে ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে এখনো অনেক ভোটার এই কর্মসূচিতে নিজেদের ভোটার তথ্য যাচাই না করায় ৩০ শে নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হল ভারত সরকারের পক্ষ থেকে।

Advertisements
Advertisement

ভারত সরকারের ভোটার তথ্য যাচাই কর্মসূচি রূপায়ণের জন্য নির্বাচন কমিশন বহু পদক্ষেপ গ্রহণ করেছে। দু দফায় বৃদ্ধি হয়েছে ভোটার কার্ড সংশোধনের সময়সীমা। প্রথমে ১ লা সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সময়সীমার মধ্যে সংশোধন প্রক্রিয়া চালু হয়েছিল। কিন্তু বেশিরভাগ ভোটার এই প্রক্রিয়া থেকে বাতিল পড়ে যাওয়ার এবং পশ্চিমবঙ্গে পুজোর সময় এই কর্মসূচি অনেকটা ধাক্কা খেয়েছিল। তাই নির্বাচন কমিশন প্রথম দফায় সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করে। তবে ফের আরও এক দফায় সময়সীমা বৃদ্ধি করলো নির্বাচন কমিশন।

Advertisements

সূত্রের খবর ৩০ শে নভেম্বর এর মধ্যে ভোটাররা ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টালৈর মাধ্যমে নিজেরাই বাড়িতে বসে অনলাইন এর মাধ্যমে তথ্য যাচাই করতে পারবেন। www.nvsp.in এই ওয়েবসাইটে গিয়ে ভোটারা নিজের এবং পরিবারের নাম ভোটার তালিকায় আছে কিনা যাচাই করতে পারেন।

Advertisements
Advertisement

খবর সূত্রে জানা যায় যে ১৬ ই ডিসেম্বর থেকে ১৫ ই জানুয়ারি পর্যন্ত চলবে ‘সামারি রিভিশনের ড্রাফট পাবলিকেশন’ এবং সব তথ্য সঠিক ভাবে যাচাই হলে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটের তালিকা।

Related Articles

Back to top button