টেক বার্তা

AI ক্যামেরাযুক্ত স্মার্টফোন লঞ্চ করল Coolpad, দেখে নিন দাম এবং অত্যাধুনিক ফির্চাস

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, তবে এতে AI ফ্যাসিলিটি সহ 60 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেখতে পাবেন।

×
Advertisement

বাজারে এই প্রথম জলের দরে AI ক্যামেরাযুক্ত স্মার্টফোন লঞ্চ হল। চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Coolpad সম্প্রতি চীনের বাজারে অত্যাধুনিক বৈশিষ্ট্যের এই স্মার্টফোন লঞ্চ করেছে। আমরা আপনাদের বলি, ভারতের বাজারে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Oppo, Vivo, Realme-র মত সংস্থাগুলি সাফল্যের সাথে ব্যবসা করলেও Coolpad ততটা সাফল্য অর্জন করতে পারেনি। যদিও ভারতের বাজারে Coolpad ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন উপলব্ধ রয়েছে। তবে সেই স্মার্ট ফোন গুলির ব্যবহারকারীর সংখ্যা হাতেগোনা কয়েকজন।

Advertisements
Advertisement

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে চীনা মোবাইল প্রস্তুত কারক সংস্থা Coolpad-এর নতুন স্মার্ট ফোন Coolpad Grand View Y60 হয়ে উঠতে পারে আপনার জন্য সেরা বিকল্প। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, Coolpad Grand View Y60 স্মার্টফোনটিতে কি ধরনের অত্যাধিক বৈশিষ্ট্য সহ বাজারে লঞ্চ করা হয়েছে-

Advertisements

প্রথমেই যদি Coolpad Grand View Y60 ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে 90Hz রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির ওয়াটার ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তাছাড়া শক্তিশালী এই স্মার্টফোনটিতে ইউনিসক T760-এর শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, তবে এতে AI ফ্যাসিলিটি সহ 60 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেখতে পাবেন। পাশাপাশি, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও প্রদান করা হয়েছে শক্তিশালী এই স্মার্টফোনে।

Advertisements
Advertisement

বর্তমানে ২টি কনফিগারেশনে শক্তিশালী এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। চীনের বাজারে 6GB র‍্যাম + 128GB স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৭৭০ টাকা ভারতীয় মূল্যে)। যেখানে 8GB র‍্যাম + 128GB স্টোরেজ সংস্করণটির মূল্য ১,০৯৯ ইউয়ান (প্রায় ১২,৯৫০ টাকা ভারতীয় মূল্যে)। তবে নতুন এই স্মার্টফোনটি বিশ্ব বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

Related Articles

Back to top button