ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ব্যাংকের মতোই পোস্ট অফিস একাউন্টেও আপনি পেয়ে যাবেন এটিএম কার্ডের সুবিধা, জানুন কিভাবে করবেন ট্রানজাকশন

ব্যাংকের মতোই পোস্ট অফিস একাউন্টেও আপনি এই এটিএম কার্ডের সুবিধা এখন পেয়ে যাচ্ছেন

×
Advertisement

সাধারণত স্মল ইনভেস্টমেন্টের জন্য সবাই পোস্ট অফিসের উপরে ভরসা করে থাকেন। অনেকেই এমন আছেন যারা পোস্ট অফিসে এই ধরনের ছোট ইনভেস্টমেন্ট করে একাউন্ট খুলে থাকেন। আপনাদের জানিয়ে রাখি এই ধরনের অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু একই সাথে ব্যাংকের সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন। আপনি পোস্ট অফিসে খুলে নিতে পারবেন নিজের সেভিংস ব্যাংক একাউন্ট। এটিএম থেকে শুরু করে নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং এর মত বিভিন্ন ধরনের সুবিধা আপনি পাবেন এই অ্যাকাউন্ট এর সাথে। যদি আপনিও পোস্ট অফিসের মাধ্যমে এটিএম সুবিধা ব্যবহার করতে চান তাহলে আপনাকে জেনে নিতে হবে কিছু বিশেষ তথ্য। চলুন জেনে নেওয়া যাক এই ধরনের অ্যাকাউন্টে এটিএম এর মাধ্যমে ট্রানজাকশন করার কি পদ্ধতি এবং কিভাবে আপনি সহজে এই ট্রানজেকশন করতে পারবেন।

Advertisements
Advertisement

যদি আপনি পোস্ট অফিস সেভিংস ব্যাংক একাউন্টের জন্য এপ্লাই করতে চান তাহলে আপনাকে একটি এপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মের মাধ্যমে শুধুমাত্র এটিএম নয় বরং আপনি ইন্টারনেট ব্যাংকিং এসএমএস ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের সেবা গ্রহণ করতে পারেন। এই ফর্মের সাথে আপনাকে নিজের পাস বুকের কপি যোগ করতে হবে এবং এর সাথেই এসবি-২৮ রশিদ জারি করতে হবে। এর পরেই আপনার ফরম বিও জার্নালের কাছে পাঠানো হবে। এরপর আপনি যে পোস্ট অফিসের নিকট একাউন্ট করেছেন, সেখানকার পোস্টমাস্টার আপনার সমস্ত যাচাইয়ের কাজ করবে। এরপর আপনি যে ব্রাঞ্চে এপ্লাই করেছেন সেখান থেকে আপনি এটিএম কার্ড এবং পাসবুক গ্রহণ করতে পারবেন।

Advertisements

ইন্ডিয়া পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, পোস্ট অফিস সেভিংস একাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা এই এটিএম কার্ডের মাধ্যমে আপনি প্রতিদিন সর্বাধিক ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। এছাড়া সর্বাধিক একটি ট্রানজাকশন এর মাধ্যমে আপনি ১০০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

Advertisements
Advertisement

যদি কোন ব্যক্তি পোস্ট অফিস একাউন্ট খুলে থাকেন এবং তিনি এটিএম এর মাধ্যমে ক্যাশ তুলতে চান তাহলে তাকে কোনরকম অতিরিক্ত চার্জ দিতে হবে না। মেট্রো শহরে তিনটি ফ্রি ট্রানজাকশন এবং নন মেট্রো শহরে পাঁচটি ফ্রী ট্রানজাকশন করতে পারেন ওই ব্যক্তি। তবে ফ্রি ট্রানজাকশন লিমিট শেষ হয়ে যাবার পর আপনি যদি অন্য ব্যাংকের এটিএম থেকে ক্যাশ তুলতে চান তাহলে আপনাকে ২০ টাকা + ট্যাক্স দিতে হবে।

Related Articles

Back to top button