নিউজরাজ্য

লকডাউনে গরিব পরিবারগুলির হাতে খাদ্যসামগ্রী তুলে দিল শান্তিপুরের প্রসিদ্ধ রাস প্রতিষ্ঠান

×
Advertisement

মলয় দে, নদীয়া :- নদীয়া জেলার ধর্মীয় পীঠস্থান গুলির মধ্যে শান্তিপুর অন্যতম। রাজ্য, দেশ ছাড়িয়েও পৃথিবীব্যাপী ভক্তবৃন্দ রয়েছে বিভিন্ন গুরু বাড়ির। এইরকমই ৩৭ টি বিগ্রহ বাড়ি সম্মিলিত হয়ে বছরের পর বছর শান্তিপুরের ঐতিহ্যকে তুলে ধরে সর্বসাধারণের উদ্দেশ্যে।

Advertisements
Advertisement

সারাবছর ঠাকুরবাড়ির সঙ্গে যুক্ত মন্দিরের সেবায়িত, পুরোহিত, ঢাকি, মৃৎশিল্পী সহ বেশ কিছু মানুষ যুক্ত থাকেন এরই সাথে। অথচ লকডাউনে বন্ধ সবকিছু, এমনকি মন্দিরও। কোনরকমে দুবেলা পুজো দেওয়া হচ্ছে, ভক্তবৃন্দের আগমন বন্ধ হওয়ায় প্রনামি মিলছে না কিছুই। ফলে চরম দুর্দশার শিকার হচ্ছেন পুজো অর্চনার সাথে যুক্ত বহু মানুষ।

Advertisements

তাদের কথা মাথায় রেখেই আজ চাকফেরা গোস্বামী বাড়ি প্রাঙ্গণে প্রায় 200 পরিবারকে সপ্তাহের কাঁচা সবজি, চাল ডাল ও অন্যান্য খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি শঙ্কু চক্রবর্তী, সহ-সভাপতি জহরলাল সাহা সহ প্রত্যেক বিগ্রহ বাড়ির সদস্যরা নির্দিষ্ট দূরত্ব মেনেই লিপ্ত হন সামাজিক দায়বদ্ধতায়। এভাবেই তারা আগামীতেও পাশে থাকার আশ্বাস দেন বিভিন্ন বিগ্রহ বাড়ির পক্ষ থেকে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button