Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

NRC আতঙ্কে আগুন, পোলিও প্রদানকারী তিন ব্যক্তিকে NRC-এর সন্দেহে গণপিটুনি

পশ্চিমবঙ্গের পর আবারও NRC আতঙ্কে আগুন জ্বলে উঠলো উত্তর প্রদেশের মিরাট জেলায়। গত শনিবার, পোলিও টিকা প্রদানকারী তিন ব্যক্তিকে ওইদিন পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর,…

Avatar

পশ্চিমবঙ্গের পর আবারও NRC আতঙ্কে আগুন জ্বলে উঠলো উত্তর প্রদেশের মিরাট জেলায়। গত শনিবার, পোলিও টিকা প্রদানকারী তিন ব্যক্তিকে ওইদিন পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে।

একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, লিসারি গেটের লক্ষীপুরা এলাকায় ওই তিনজন ব্যক্তি পোলিও টিকা প্রদানের জন্য উপস্থিত হলে সেখানকার স্থানীয়দের মধ্যে সন্দেহ জাগে। তাদের মনে ভিত জন্মায় ওই ব্যক্তিরা NPR এর তথ্য সংগ্রহে সেখানে গেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : যারা পার্ক সার্কাসে আন্দোলন করছে তারা বিদেশি, সবাই বাংলাদেশি মুসলমান, বিতর্কিত মন্তব্য রাহুলের

এরপর ওই তিন ব্যক্তি পোলিও টিকা দেওয়ার ব্যবস্থা শুরু করলে স্থানীয়রা ওই তিন ব্যক্তিকে গনপিটুনি শুরু করে। কোনোক্রমে সেখান থেকে দুজন পালাতে সক্ষম হন। এরপর তারা নিকটবর্তী থানায় পৌছে পুলিশ সহ উপস্থিত হন ওই এলাকায়। বাকি একজনকে তারপর উদ্ধার করা হয়।

তারা বলেন, ভ্যাকসিন, পোলিও প্রদানের যন্ত্রপাতি স্থানীয়দের দেখালেও তারা বিশ্বাস করতে চাননি। এরপর স্থানীয়রা তাদের আইডি ছিঁড়ে ফেলেন এবং মারতে শুরু করেন। দুজন সেই অবস্থায় কোনোরকমে বেড়িয়ে থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চারিদিকে NRC, NRP নিয়ে মানুষের মনে ভিত এর সঞ্চার হয়েছে, যার ফলে এমন ঘটনা ঘটছে বলে পুলিশ মনে করছে।

About Author