Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভাইপোর পুলিশ আমার ফোন ট্যাপ করেছে, মহিষাদলের সভা থেকে দাবি শুভেন্দুর

কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) কে পাশে নিয়ে শনিবার মহিষাদল এর জনসভা থেকে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু এদিন বললেন রাজ্য…

Avatar

কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo) কে পাশে নিয়ে শনিবার মহিষাদল এর জনসভা থেকে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু এদিন বললেন রাজ্য পুলিশ রাজ্যের শাসক দলের হয়ে কাজ করছে। তিনি দাবি করছেন, পুলিশ তার ফোন ট্যাপ করছে। এই কারণে তিনি সকলের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখছেন। এবং তিনি তার পরিচিতদের বলেন এবার থেকে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ রাখতে।

সভা থেকে শুভেন্দু অভিযোগ করেন, দ্বারিবেরিয়া এলাকাতে একজন বিজেপি কর্মী কে মিথ্যে মামলায় জেল খাটানো হচ্ছে। তাই শুভেন্দু এদিন সভা থেকে উপস্থিত জনগণকে যে কোন দরকারে তাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরামর্শ দেন। তিনি বলে দেন ফোন কেউ করবেন না, দরকারে অদরকারে হোয়াটস্যাপ করবেন। তার অভিযোগ রাজ্য পুলিশ তার ফোন ট্যাপ করছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন সভা থেকে শুভেন্দু বললেন,”আপনারা সকলে আমার ফোন নম্বর জানেন। কিন্তু আপনারা ফোন করবেন না। ভাইপোর পুলিশ আমার ফোন ট্যাপ করছে। তাই হোয়াটস্যাপ করবেন।” এছাড়াও শুভেন্দুর হুঁশিয়ারি,” এই সমস্ত অত্যাচার আর চলবে না। আদর্শ নির্বাচন বিধি চালু হবে।’

অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন,’ সবে সবে নতুন বিজেপিতে গেছে। ও এখন নব্য বিজেপি। তাই আদি বিজেপিকে টেক্কা দিতে ওকে নতুন নতুন কথা বলতে হবে। শীতকাল পড়লে পশ্চিমবঙ্গে সার্কাস আসে। বন্যপ্রাণী আইন অনুযায়ী এখন সার্কাসে বাঘ-সিংহের খেলা দেখানো বারণ। এই কারণে এখন শুধুমাত্র জোকার কাকাতুয়া আর টিয়া পাখির খেলা দেখানো যায়। কিন্তু আরেকটা পরিযায়ী পাখি রয়েছে সেটা হচ্ছে বিজেপি। ফলে একটা আদি বিজেপি আরেকটা পরিযায়ী বিজেপি। দুজনেই একে অন্যকে টেক্কা দেবার জন্য খেলা দেখিয়ে যায়।’

About Author