দেশনিউজ

বিশ্বের সবচেয়ে লম্বা অটল টানেলের উদ্বোধনে প্রধানমন্ত্রী

Advertisement
Advertisement

হিমাচল প্রদেশ: আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হল বহুপ্রতীক্ষিত অটল টানেলের। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় সেনার মুখ্যসচিব বিপিন রাওয়াত, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সহ আরও অনেকে। এই টানেল উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, এই টানেল চালু হওয়ার ফলে হিমাচল প্রদেশের সাধারন মানুষের অনেক সুবিধা হবে। মিলিটারিরাও অনেক সুবিধা পাবে এর থেকে।

Advertisement
Advertisement

সমস্তরকম স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই অটল টানেলের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করা হয়। লাল ফিতে কেটে উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘শুধুমাত্র বিজেপির অন্যতম নেতা তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির একমাত্র স্বপ্ন পূরণ নয়, এর পাশাপাশি হিমাচল প্রদেশবাসীদের বহু প্রতীক্ষার ফল এটা ভারতীয় ডিফেন্স অনেক শক্তপোক্ত করবে। এই ব্রিজ বা টানেল বা রাস্তা যাই বলুন না কেন, তা হিমাচল প্রদেশের বর্ডার এলাকা পরিকাঠামোকে আরও উন্নত করবে।’

Advertisement

এই অটল টানেল দীর্ঘ 9.2 কিলোমিটার লম্বা, যা মানালি থেকে লেহ লাদাখ পর্যন্ত যাতায়াতের পথ আরও সুগম করে তুলবে। এমনকি মানালি থেকে লাদাখ যেতে এতদিন যা সময় লাগতো, তার থেকে এই টানেলের মাধ্যমে যাতায়াত করলে সময় অনেকটাই কম লাগবে বলে জানা গিয়েছে। সুতরাং, সব মিলিয়ে অটল টানেল হিমাচল প্রদেশের ক্ষেত্রে একটা উন্নয়ন যোগ করল, তা বলাই যায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button