দেশনিউজপলিটিক্স

ধরনায় বসলেন প্রধানমন্ত্রীর ভাই, কিন্তু কেন?

×
Advertisement

লখনউ: যোগ সম্মেলনে শামিল হতে গিয়ে গতকাল, বুধবার (Wednesday) লখনউ (Lucknow) বিমানবন্দরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাই প্রহ্লাদ মোদির (Prahlad Modi) অনুগামীদের ঢল দেখে হিমশিম খায় পুলিশ (Police)। গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। সেসব দেখে বেজায় চটে যান প্রহ্লাদ মোদি। পরে চেয়ার নিয়ে বিমানবন্দরের গেটের সামনেই ধরনায় বসেন তিনি। বিমানবন্দর (Airport) কর্তৃপক্ষ তাঁকে জলখাবার (Breakfast) দিলেও তা তিনি মুখে তোলেননি। প্রহ্লাদ জানান, অনুগামীরা জেলে। তিনি বাইরে ঘুরছেন, এটা ভাল দেখায় না।

Advertisements
Advertisement

সমর্থকদের গ্রেপ্তারিতে প্রহ্লাদ মোদি বলেন, “আমার প্রয়াগ্রাহ যাওয়ার কথা ছিল। কিন্তু অনুগামীরা জেলে আর আমি বাইরে ঘুরব, এটা ভাল দেখায় না। আমাকে জল ও খবর দেওয়া হয়েছে। কিন্তু এখান থেকে আমি নড়ব না।” তিনি আরও জানান, পুলিশকে জিজ্ঞেস করলে তারা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে এই কাজ করা হয়েছে। তবে সেরকম কোনও লিখিত নির্দেশের কপি প্রশাসন না পুলিশ দেখায়নি। তাঁর অভিযোগ, হয় প্রধানমন্ত্রীর দপ্তরকে বদনাম করার চেষ্টা করছে পুলিশ, আর না হয় তাদের কাছে কোনও নির্দেশই আসেনি।

Advertisements

পুলিশ সূত্রে খবর, লখনউ বিমানবন্দরে হাই সিকিউরিটি এলাকায় ঢুকে পড়া ও ১৪৪ ধরা ভঙ্গ করার অভিযোগে প্রহ্লাদ মোদির সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। তবে দেড় ঘণ্টা বাদে ধরনা পরিত্যাহার করেন তিনি। বিমানবন্দর সূত্রে খবর, বুধবর বিকেল ৪টা নাগাদ ইন্ডিগো বিমানে চেপে লখনউ আসেন প্রধানমন্ত্রীর ভাই। এই ঘটনায় রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন কেন্দ্রের সঙ্গে বিরোধিতার ফলেই এই পদক্ষেপ। না হলে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর ভাইকে আটকাতো না পুলিশ।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button