Today Trending Newsকলকাতাদেশনিউজপলিটিক্সরাজ্য

ধন্যবাদ পশ্চিমবঙ্গ, ভিডিও পোস্ট করে টুইট প্রধানমন্ত্রীর

Advertisement
Advertisement

নয়াদিল্লি: শনিবার (Saturday)ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫তম জন্মবার্ষিকী। আর সেই উপলক্ষে কলকাতায় (Kolkata) এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যোগ দিয়েছিলেন একাধিক অনুষ্ঠানে। জাতীয় গ্রন্থাগার (National Library) থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), সবটাই ঘুরে দেখেন তিনি। একদিনের এই ঝটিকা সফরে এসে খুশি হয়েছেন প্রধানমন্ত্রী। আর তাই রাজধানীতে ফিরে গিয়ে গতকাল, রবিবার (Sunday) টুইটারে একটি ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গকে (Westbengal) ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

Advertisement
Advertisement

Advertisement

শনিবার কলকাতা বিমানবন্দরে পা দেওয়ার পর প্রথমে নেতাজি ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে নেতাজির মূর্তির ওপর পুষ্পার্ঘ অর্পণ করেন। তারপর সেখান থেকে জাতীয় গ্রন্থাগার এবং সব শেষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত হন মোদি। সেখানে তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একসঙ্গে নেতাজি নামাঙ্কিত গ্যালারি উদ্বোধন করেন মোদি-মমতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকরও।

Advertisement
Advertisement

এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব সহ একাধিক মনীষীর নাম নিয়ে সকলকে সশ্রদ্ধ প্রণাম জানান। এরপর শনিবার রাতেই দিল্লি ফিরে যান মোদি। আর তারপর গতকাল, রবিবার পুনরায় রাজ্যবাসীর মন জয় করার জন্য একটি ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Advertisement

Related Articles

Back to top button