দেশনিউজ

‘আমার ছেলে মরতে বসেছে, দয়া করে রেমেডিসিভি দিন’, CMO-র পায়ে পড়ে কাতর অনুরোধ মায়ের

জানা যাচ্ছে, ওই মহিলার ছেলে বেশ কয়েকদিন ধরে করোনা ভাইরাসে আক্রান্ত

Advertisement
Advertisement

প্রায় প্রতিদিন ভারতের বেহাল স্বাস্থ্য কাঠামোর কঙ্কালসার স্বরূপ বেরিয়ে আসছে। একের পর এক রোগী মারা যাচ্ছেন ওষুধ, বেড ও অক্সিজেনের অভাবে। এই পরিস্থিতিতে আজকে হঠাৎ বৃহস্পতিবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা তার ছেলের জীবন বাঁচানোর জন্য হাসপাতালে চিফ মেডিকেল অফিসারের পা জড়িয়ে ধরে কাঁদছেন।

Advertisement
Advertisement

মহিলাটি CMO এর পা জড়িয়ে ধরে অনুরোধ করেছেন যেন তার ছেলের জন্য রেমেডিসিভির (অ্যান্টিভাইরাল ড্রাগ) দেওয়া হয়, না হলে তার ছেলে মারা যাবে। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের নয়ডায়। জানা যাচ্ছে, ওই মহিলার নাম রিংকি দেবী এবং তার ছেলে করোনা আক্রান্ত হয়ে নয়ডায় সেক্টর ৫১ এর একটি হাসপাতালে ভর্তি রয়েছে। তার জীবন বাঁচানোর জন্য অবশ্যই ওই অ্যান্টিভাইরাল ড্রাগ রেমেডিসিভির লাগবে।

Advertisement

কিন্তু ওই ওষুধ কি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাক্তারদের কাছে ওই ওষুধটি নেই। রিঙ্কি দেবী দৌড়ে গেলেন চিফ মেডিকেল অফিসার এর অফিসে। সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করেন কিন্তু তবুও ওই ওষুধটি পাওয়া যায়নি। তখনই চিফ মেডিকেল অফিসার এর পায়ে পড়ে গিয়ে অনুরোধ করেন, ‘আমার ছেলে মরতে বসেছে, আমাকে Remedisivir ওষুধটা দেবেন দয়া করে।’ কিন্তু সেই অবস্থায় ওষুধটি না মজুদ থাকার কারণে রিঙ্কি দেবীকে সাহায্য করতে পারেননি সিএমও।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button