নিউজপলিটিক্সরাজ্য

ভোটে দাঁড়াবেন না শীলভদ্র, সাফ জানিয়ে দিলেন পিকের দলকে

Advertisement
Advertisement

সকল দলেরই এখন টার্গেট ২০২১ এর বিধানসভা নির্বাচন। কিন্তু বিধানসভা ভোটে দাঁড়াবেন না ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। সে কথা তিনি আগেই ঘোষণা করেছেন। কিন্তু এইবার সেই কথা তিনি জানিয়ে দিলেন টিম পিকে কেও। মঙ্গলবার তথা আজ ব্যারাকপুর কুমোরপাড়ায় বিধায়কের কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রশান্ত কিশোরের আই প্যাকের প্রতিনিধি আদিত্য সিং এবং সন্দীপ ভুসি। ৫ মিনিটেরও বেশি কথা বলেন তারা বিধায়কের সাথে। তারপর তারা বেড়িয়ে যান কার্যালয় থেকে। তবে এই বিষয়ে তারা সংবাদ মাধ্যমের সামনে কিছু বলেননি প্রতিনিধিরা।

Advertisement
Advertisement

পড়ে এই বিষয়ে শীলভদ্র বাবুকে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন,”তাদের সাথে দলের বিষয়ে এবং কাজের বিষয়ে কথা বলা হয়েছে মাত্র। তবে আমি যে পার্থী হয়ে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি তাতে পরিবর্তনের কোনও জায়গাই নেই। আমি পিকের বিরুদ্ধে নই। আমি কেবল বলেছি রাজনীতির মানুষের কাছে রাজনৈতিক ব্যক্তিত্বেরই আসা উচিৎ। তারা এলে আলোচনা আরও ভালো হত। কিন্তু কোনও পেশাদার সংস্থার প্রতিনিধি এলে সেখানে কি আর রাজনৈতিক আলোচনা হয়?”

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও এই ধরণের কথা শোনা গিয়েছে শীলভদ্রর মুখে। এইদিন প্রশান্ত কিশোরের নাম না করেই তিনি বলেন,”বাণিজ্যিক মানসিকতা নিয়ে কিছু মানুষ এসেছেন কেবল। তারাই ভট পরিচালনা করছে। এতে আমার কোনও সমর্থনই নেই।” এমনকি তাদের কাছে রাজনৈতিক পরামর্শ তিনি শুনবেন না, এমনটাই জানিয়েছেন বিধায়ক। তবে কেবল তিনিই না, একই বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক তৃণমূল নেতা। তাদের মধ্যে অন্যতম নেতা ছিলেন মিহির গোস্বামী। তবে পড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। তবে দলের ব্যবহারে স্পষ্ট যে পিকে কে নিয়ে একদমই খুশি নয় দলের নেতারা। অসন্তোষ ঘনিয়েছে শাসক শিবিরের রাজনৈতিক মহলে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button