Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘরে আসল নতুন অতিথি, পুত্রসন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী

টেলিটাউনে এলো সুখবর। অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায় (Piyali Mukherjee) জন্ম দিলেন পুত্রসন্তানের। এদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হলো পিয়ালির পুত্রসন্তানের। তিনি এবং তাঁর ছেলে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন পিয়ালি।…

Avatar

টেলিটাউনে এলো সুখবর। অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায় (Piyali Mukherjee) জন্ম দিলেন পুত্রসন্তানের। এদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হলো পিয়ালির পুত্রসন্তানের। তিনি এবং তাঁর ছেলে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন পিয়ালি। পিয়ালি বলেন, ঢিলেঢালা পোশাক পরে তাঁকে আর বেবিবাম্প লুকিয়ে রাখতে হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত বছর লকডাউনের সময় লন্ডনে স্বামীর কাছে গিয়ে আটকে পড়েন পিয়ালি। লন্ডনে থাকাকালীন করোনার আতঙ্কে দিন কাটাতেন পিয়ালি ও তাঁর স্বামী। সেই সময় পিয়ালি সংবাদমাধ্যমে শেয়ার করেছিলেন তাঁর অভিজ্ঞতার কথা। সেইসময় দৈনন্দিন খাবার যোগাড় করতেও লড়াই করতে হয়েছে তাঁদের। লকডাউনের পর কলকাতায় ফিরে আসেন পিয়ালি। তবে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা পাঁচকান হয়নি। এদিন নিজের বেবি বাম্প সহ একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে পুত্রসন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা জানালেন পিয়ালি।

পিয়ালির শেয়ার করা ছবিতে পিয়ালিকে নীল রঙের ওভারসাইজড গাউনে সুন্দরী লাগছিল। তাঁর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবিতে দেখা গেছে পিয়ালির স্বামীকেও। পিয়ালি মূলত চরিত্রাভিনেত্রী হিসাবে কাজ করেন। ‘কৃষ্ণকলি’, ‘প্রেমের ফাঁদে’, ‘বাক্সবদল’-এর মতো বাংলা ডেইলি সোপ-এ অভিনয় করেছেন পিয়ালি।

About Author