দেশনিউজ

প্রকাশ্যে এলো করোনা ভাইরাসের জীবাণুর ছবি

Advertisement
Advertisement

কেমন দেখতে করোনার জীবাণুকে, আইসিএমআর প্রকাশ করল ভারতের প্রথম আক্রান্তের শরীরে থাকা জীবাণুর ছবি।
কেরলের বাসিন্দা, প্রথম ভারতীয় যে করোনায় আক্রান্ত, মেডিক্যাল পড়ুয়া ছিল চিনের উহানে।

Advertisement
Advertisement

গত ৩০ জানুয়ারি তার রিপোর্টে করোনা পজিটিভ আসে৷ পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজির পরীক্ষাগারে ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ইমেজিং পদ্ধতিতে তাঁর লালা রস পরীক্ষা করে ওই পড়ুয়া Covid-19 আক্রান্ত হন বলে জানা যায়, যদিও চিকিৎসার পর বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানা গেছে।

Advertisement

এবার সেই জীবাণুর ছবি প্রকাশ্যে আনলো ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ। বিশেষজ্ঞরা এর সঙ্গে মিল পাচ্ছেন মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস বা মেরস-চভ যা ছড়িয়েছিল ২০১২ সালে এবং সেভেয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম বা Sars-CoV যা ছড়িয়েছিল ২০০২ সালে।

Advertisement
Advertisement

ভারতের প্রথম আক্রান্ত কেরলের ওই তরুণীর শরীরে পাওয়া করোনার জীবাণু এবং উহানে করোনা ভাইরাসের যে জীবাণু তার সাথে অনেক সাদৃশ্য পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির বিশেষজ্ঞরা৷

Advertisement

Related Articles

Back to top button