ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

১৩৭ দিন পরে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন কত হল নতুন দাম

দীর্ঘ ৪ মাস পরে আবারো বৃদ্ধি পেয়েছে এই পেট্রোল ও ডিজেলের দাম

Advertisement
Advertisement

নির্বাচন শেষে আবারও বৃদ্ধি পেল পেট্রোল এবং ডিজেলের দাম। আজ সারা ভারতে ১৩৭ দিন পরে বৃদ্ধি পেয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। এতদিন পর্যন্ত ভারতে পেট্রোলের ডিজেলের দাম নিয়ন্ত্রিত রাখা হয়েছিল। শেষবারের মতো দাম বাড়ানো হয়েছিল ৪ নভেম্বর ২০২১। তারপরে আবার আজকে দাম বৃদ্ধি হল পেট্রোল এবং ডিজেলের। প্রায় চার মাস পেট্রোল এবং ডিজেলের দামের কোন পরিবর্তন হয়নি।

Advertisement
Advertisement

আজকের দাম বৃদ্ধির পর দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের দাম জানিয়েছে যথাক্রমে লিটার প্রতি ৯৬.২১ টাকা ও ৮৭.৪৭ টাকা। এই দাম আগে ছিল ৯৫.৪১ টাকা ও ৮৬.৬৭ টাকা। এক ধাক্কায় এই দাম বৃদ্ধিতে রীতিমতো নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। রাজধানী দিল্লিতে এক ধাক্কায় পেট্রোল এবং ডিজেলের দাম ৮০ পয়সা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য শহরেও পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি দেখা গিয়েছে।

Advertisement

শুধুমাত্র রাজধানী দিল্লি নয়, বাণিজ্য নগরী মুম্বাই, পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু, বিহারের রাজধানী পাটনা, অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ, রাজস্থানের রাজধানী জয়পুর, মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল, উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একইরকম ভাবে বৃদ্ধি পেয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। এই দাম বৃদ্ধির কারণ হিসেবে জানানো হচ্ছে, বিশ্ববাজারে এই মুহূর্তে ব্র্যাট অয়েলের দাম বৃদ্ধি হয়েছে সোমবার থেকে। এই মুহূর্তে বিশ্ববাজারে ব্র্যাট অয়েলের প্রতি ব্যারেলের দাম ১১৮.৯৬ মার্কিন ডলার। এই কারণেই ভারতের পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে।

Advertisement
Advertisement

এই মুহূর্তে বাণিজ্য নগরী মুম্বাইতে পেট্রোল এবং ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ১১০.৮০ টাকা ও ৯৫.০০ টাকা। কলকাতায় পেট্রোল এবং ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ১০৫.৫১ টাকা ও ৯০.৬২ টাকা। চেন্নাইয়ে পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি দাম যথাক্রমে ১০২.১৬ টাকা ও ৯২.১৯ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি দাম যথাক্রমে ১০০.৫৮ টাকা ও ৮৫.০১ টাকা। বাকি শহরগুলির পেট্রোল এবং ডিজেলের দাম এই মুহূর্তে অনেকটাই ঊর্ধ্বমুখী।

Advertisement

Related Articles

Back to top button