দেশনিউজরাজ্য

পেনশনের নিয়মে পরিবর্তন, আগের থেকে বাড়তে পারে পেনশন!

Advertisement
Advertisement

পেনশনের নিয়মে বড়সড় পরিবর্তন নিয়ে এলো কেন্দ্র সরকার। অবসর গ্রহণের পর যেহেতু পেনশনের উপর নির্ভর করেই সংসার চালাতে হয় সরকারি কর্মচারীদের, তাই বিভিন্ন সময়ে পেনশন নিয়মে পরিবর্তন এনে তাকে সময়োপযোগী করে তোলা হয় সরকারের পক্ষ থেকে।

Advertisement
Advertisement

এ কথা মাথায় রেখেই বর্তমানে সময়ের সঙ্গে সামঞ্জস্য তৈরী করতে পেনশন নিয়মে পরিবর্তন নিয়ে এলো কেন্দ্র সরকার। গত ১৯ সেপ্টেম্বর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৭২ সালের পেনশন আইনে ৫৪ তম সংশোধনও করা হয় এদিন।

Advertisement

পেনশন আইনের এই পরিবর্তনের লাভ তুলতে পারবেন লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। পরিবর্তিত এই পেনশন নিয়মে বলা হয়েছে, ৭ বছরের কম সময় যাঁরা কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করেছেন সেই সমস্ত কর্মচারীদের মৃত্যুর পরে তার পরিবারের সদস্যদের পেনশনের টাকা বেতন বৃদ্ধির হারেই পাবেন।

Advertisement
Advertisement

পূর্বের নিয়ম অনুযায়ী, কোনও কর্মীর ৭ বছর কাজ করার আগে মৃত্যু হলে সেক্ষেত্রে পরিবারের লোকজনেরা সর্বশেষ বেতনের ৫০ শতাংশ হারে পেনশন পেতেন। বর্তমানে, ১ লা অক্টোবর ২০১৯ পর্যন্ত কর্মজীবনের ১০ বছর পূরণ করতে পারেননি বা কর্মজীবনের ৭ বছর পূর্ণ হয়নি এমন কর্মচারীর মৃত্যু হলে তাঁর পরিজনেরা বর্ধিত পেনশন পাবেন। তবে এক্ষেত্রে তাঁর পরিবারকে অন্য সমস্ত শর্ত পূরণ করতে হবে।

Advertisement

Related Articles

Back to top button