খেলাক্রিকেট

IPL 2023: IPL-এর চেয়েও জনপ্রিয় PSL, রেটিং দেখিয়ে অদ্ভুত দাবি করলেন PCB প্রধান

যখন পাকিস্তান সুপার লিগের কথা প্রকাশ্যে আসে তখন স্বাভাবিকভাবেই ভারতীয় প্রিমিয়ার লিগের সাথে তুলনা করতে ভালোবাসেন পাকিস্তানের ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষরা।

×
Advertisement

গত শনিবার ধুমধাম আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগের অষ্টম আসর। যেখানে ফাইনাল ম্যাচে লাহোরে কালান্দার্স মুলতান সুলতানদের এক রানে পরাজিত করে তাদের দ্বিতীয়বার শিরোপা জিতেছে। ২০১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুলতান সুলতান নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ১৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে মাত্র এক রানের ব্যবধানে জয় পরাজয় নিশ্চিত হয়েছিল পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ।

Advertisements
Advertisement

যখন পাকিস্তান সুপার লিগের কথা প্রকাশ্যে আসে তখন স্বাভাবিকভাবেই ভারতীয় প্রিমিয়ার লিগের সাথে তুলনা করতে ভালোবাসেন পাকিস্তানের ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষরা। এদিন ফাইনাল ম্যাচ শেষ হতে না হতেই ঠিক সেই জুতোতে পা গলালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠী। তিনি মনে করেন, ভারতীয় প্রিমিয়ার লিগের চেয়ে বেশ এগিয়ে রয়েছে পাকিস্তান সুপার লিগের মঞ্চ। কে সেরা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি দুই প্রিমিয়ার লিগের ডিজিটাল রেটিং তুলে ধরেন।

Advertisements

নাজম শেঠী বলেন, ‘ডিজিটাল রেটিং-এর ক্ষেত্রে ভারতীয় প্রিমিয়ার লিগ গত আসরে ১৩০ পয়েন্ট পেয়েছিল। সেখানে পাকিস্তান সুপার লিগ চলতি বছর ১৫০ রেটিং পয়েন্ট পেয়েছে। যা নিঃসন্দেহে পাকিস্তান ক্রিকেটের জন্য একটি একটি বড় অর্জন।’ তিনি আরও বলেন, জিও টিভিতে পাকিস্তান সুপার লিগ বর্তমানে প্রায় ১১ রেটিং পয়েন্ট পাচ্ছে। যা আগামী আসরে ১৮-২০ রেটিং পয়েন্টে পৌঁছাতে পারে। যেটি আমাদের ক্রিকেটের জন্য সুদিন বয়ে নিয়ে আসার সেরা পদক্ষেপ হতে চলেছে আমাদের তরফ থেকে।’

Advertisements
Advertisement

বাস্তবতায় যদি পাকিস্তান সুপার লিগ এবং এবং ভারতীয় প্রিমিয়ার লিগের মধ্যে তুলনা করা হয়, তবে সত্য এই যে, IPL-এর ধারের কাছে নেই PSL। আইপিএলে একটি দলের ব্যয় দিয়ে পাকিস্তান সুপার লিগের সবকটি দল ক্রয় করা সম্ভব। সে ক্ষেত্রে আইপিএলের পাশে পিএসএল-এর অবস্থান সহজেই অনুমান করা সম্ভব।

Related Articles

Back to top button