আন্তর্জাতিকনিউজ

চীনা প্যাঙ্গোলিন থেকে ছড়াচ্ছে করোনার ভাইরাস, দাবি হংকং বিশ্ববিদ্যালয়ের

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে, তবু কমেনি বন্যপ্রাণী পাচার। আর এমনই এক পরিস্থিতির সন্ধিক্ষণে দাঁড়িয়ে উঠে এল চমকে দেওয়ার মতো তথ্য। হংকং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের দাবি চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বে। তাদের দাবি, চিনে পাচার করা পিপিলিকাভুক মালয়ান প্যাঙ্গোলিন থেকেই ছড়িয়ে পড়েছে কোভিড ১৯।

Advertisement
Advertisement

এর আগে বহুবার বন্যপ্রাণী পাচারের বিষয়ে সতর্ক করেছেন গবেষকরা। তাদের দাবি, প্রত্যেক বন্যপ্রাণীর মধ্যেই কোন না কোন ভাইরাস বিদ্যমান থাকে। সেই ভাইরাসের সংক্রমণ ঘটলে বিপদ নেমে আসে মানব সমাজে। তাই বন্যপ্রাণী পাচারের বিষয়ে সতর্কীকরণ আরোপ করা হয়। তারপরও অবাধে চলতে থাকে বন্যপ্রাণী পাচার। যার ফলে বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

Advertisement

এই মুহূর্তে বিশ্ব জুড়ে বেআইনি পাচারে সবচেয়ে এগিয়ে রয়েছে প্যাঙ্গোলিনই। কখনও খাবার হিসেবে, কখনও ওষুধ তৈরির জন্য বরাবর পাচার হয়ে আসছে প্যাঙ্গোলিনের। তবে প্যাঙ্গোলিনই যে করোনা ভাইরাস বহন করে আনছে, সে বিষয়ে নিশ্চিত নন গবেষক দল। একটি সম্ভাবনার দিক উস্কে দিয়ে হংকং বিশ্ববিদ্যালয়ের ড. টম্মি ল্যাম জানিয়েছেন, ‘প্যাঙ্গোলিনদের কারণেই SARS-CoV-2 ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ নিশ্চিত না হলেও তিনি অবশ্য দাবি করেছেন, মালয়ান প্যাঙ্গোলিনের দেহে করোনা ভাইরাসের মতো এক ধরনের ভাইরাসের লক্ষণ দেখা গেছে‌।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button