ভাইরাল & ভিডিওবলিউডবিনোদন

VIDEO: ‘কুসু কুসু’, পাকিস্তানি মেয়ের উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স, মন ছুঁয়ে যাওয়া ভিডিও দেখুন

এই ভিডিওতে ওই রমনীকে বলিউডের এই জনপ্রিয় গানে নাচ করতে দেখা যাচ্ছে

×
Advertisement

আজকের দিনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। সকলে সোশ্যাল মিডিয়াতে একটা না একটা একাউন্ট রেখেছেন। ফেসবুক হোক কিংবা ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম, সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে আজকাল অভ্যস্ত। একটু বেশি বয়স্করা যেখানে ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকেন, সেখানে ইনস্টাগ্রামে যুবক-যুবতীদের সংখ্যা বেশি। অন্যদিকে ইউটিউব হলে এমন একটি প্লাটফর্ম যেখানে সকলেই কমবেশি রয়েছেন। বর্তমান যুগে এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সবথেকে বেশি জনপ্রিয় হয়ে রয়েছে নাচের ভিডিও। বিভিন্ন মানুষজনের নাচের ভাইরাল ভিডিও সবাই দেখতে বেশ পছন্দ করেন।

Advertisements
Advertisement

কিছুদিন আগে আয়েশা নামের একটি মেয়ের মেরা দিল ইয়ে পুকারে আজা গানের সঙ্গে নাচ দেখে সকলেই কার্যত তার প্রেমে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে ওঠেন ইন্টারন্যাশনাল ক্রাশ। আর এবারে আয়েশার কাছ থেকে সেই তকমা ছিনিয়ে নিলেন পাকিস্তানি আরো একজন নারী। তার ভিডিও এই মুহূর্তে ইউটিউবে হয়ে উঠেছে সেন্সেশন। পাকিস্তান থেকে ভাইরাল হওয়া এই ভিডিওতে ওই পাকিস্তানি সুন্দরী বলিউডি জনপ্রিয় গান কুসু কুসুতে দারুন ভাবে নাচ করছেন। প্রসঙ্গত, এই গানে নাচ করে বলিউডে নিজের ছাপ ফেলে ছিলেন আরবি নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তবে পাকিস্তানি এই যুবতীর নাচের কাছে যেন তিনিও কিছুটা ফিকে হয়ে গিয়েছেন।

Advertisements

এই নাচের ভিডিওতে ইসলামিক ট্রেডিশনাল সালোয়ারে সেজেছেন ওই যুবতী। তার নাচের এনার্জি যেন পুরো ইন্টারনেট জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তার এই নাচের ভিডিও হয়ে অত্যন্ত মনোমুগ্ধকর এবং সকলেই এই ভিডিওটি ভালবাসছেন। মিউজিক মাস্তি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল এবং এই মুহূর্তে সকলের আকর্ষণ নিজের দিকে টানতে শুরু করেছে এই ভিডিওটি। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং সকলেই পাকিস্তানি ওই সুন্দরীর নাচের প্রশংসাতে কার্যত পঞ্চমুখ। চলুন দেখে নেওয়া যাক ওই ভিডিওটি।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button